সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নাটু নাটু’ অস্কার পেতেই ‘RRR’ ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন সুরকার এ আর রহমান। ‘নাটু নাটু’ অস্কার পাওয়ার পর রহমান ভেসে গিয়েছিলেন নস্ট্যালজিয়ায়। তাঁর মনে পড়েছিল স্লামডগ মিলিওনিয়ার ছবির জয় হো গানের কথা। কিন্তু এরই মাঝে হঠাৎ ভাইরাল হল এ আর রহমানের এক সাক্ষাৎকার। যেখানে রহমান বলেছিলেন, সব ভুলভাল ছবিকে অস্কারে পাঠাচ্ছে ভারত!
ভাইরাল হওয়া সাক্ষাৎকারে রহমান বলেন, ”ভারত থেকে যে ধরনের ছবি অস্কারে পাঠানো উচিত তেমন ছবি পাঠানো হচ্ছে না। এ ব্য়াপারে আমরা ভুল করছি। পশ্চিমের মানুষ তো সেই সব ছবিগুলির রস বুঝতে পারছেন না। ওঁদের দিক থেকেও তো ব্যাপারটা ভাবতে হবে! আমরা খালি নিজেদের মতো করে ভাবছি। ছবি নির্বাচনটা খুব ভুল হচ্ছে।”
Congratulations @mmkeeravaani garu and @boselyricist garu ….as predicted and well deserved ..Jaiho to both of you and the #RRR team!! #RRRatOSCARS 😍🌺💕🤲🏼🙏 https://t.co/Q98CfjVLfW
— A.R.Rahman (@arrahman) March 13, 2023
[আরও পড়ুন: কাজিকে বিয়ে করে ছেড়েছিলেন অভিনয়, এবার মা হচ্ছেন বলিউডের একদা অভিনেত্রী সানা]
জানা গিয়েছে, রহমান এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন ৬ জানুয়ারি, তাঁর জন্মদিনে। অর্থাৎ অস্কারের বহু আগেই। তবে আগেই তিনি জানিয়েছিলেন ‘নাটু নাটু’ অস্কার পেলে তা দেশের পক্ষে ভাল।