BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

কবে মুক্তি পাওয়া উচিত ‘পদ্মাবতী’র? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 22, 2017 10:03 am|    Updated: September 25, 2019 12:44 pm

Astrologer predicted luck date for Padmavati release

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের শনি লেগেই রয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’র ভাগ্যে। পরিচালকের মাথা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। নায়িকার নাক কেটে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাঁর মাথা কেটে নিলে আবার ১০ কোটি টাকা দেওয়ার ফতোয়াও জারি হয়েছে। কর্ণি সেনাদের তাণ্ডব অব্যাহত। এদিকে আবার আবেদনপত্রে ত্রুটি থাকার অভিযোগে সিবিএফসি-ও ফিরিয়ে দিয়েছে ছবিকে। ফলে বাধ্য হয়ে ছবির মুক্তি পিছিয়ে দিতে হয়েছে।

[রাজপুত ইতিহাসকে অসম্মান করেছেন জাভেদ আখতার, অভিযোগ দায়ের কর্ণি সেনার]

কিন্তু ছবি মুক্তি পাবে কবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। একাধিক সংবাদমাধ্যমের দাবি ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখই পরবর্তী মুক্তির দিন ধার্য করা হয়েছে। প্রেমের দিনকেই ঘৃণার অবসানের জন্য বেছেছেন নির্মাতারা। তবে এদিন নিয়ে আবার একটু আপত্তি রয়েছে জ্যোতিষবিদদের। তাঁদের কথায়, ভ্যালেন্টাইন’স ডে নয় নতুন বছরের জানুয়ারি মাসই ‘পদ্মাবতী’র জন্য শুভ। তখন ছবি মুক্তি পেলে সবচেয়ে বেশি লাভবান হবে সঞ্জয় লীলা বনশালির টিম। আর বিতর্কের শনি থেকেও মুক্তি পাওয়া যাবে।

[‘পদ্মাবতী’ বিতর্কের জন্য সঞ্জয়-দীপিকাই দায়ী, তোপ যোগীর]

জ্যোতিষশাস্ত্রের জগতে পরিচিত নাম সঞ্জয় জুমানি। সংখ্যাতত্ত্বের বিচারে ‘পদ্মাবতী’র মুক্তির তারিখ খতিয়ে দেখেছেন তিনি। অনেক অঙ্ক কষে একটি মুক্তির তারিখও বেছে দিয়েছেন। সঞ্জয়ের অনুমান, ২০১৮ সালের ১২ জানুয়ারি এই ছবি মুক্তি পাওয়া উচিত। সেদিন ছবি মুক্তি পেলে সাফল্যের সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরের ভাল তারিখ হচ্ছে ১৯ জানুয়ারি। সেদিনও ছবি ও ছবির তারকাদের পক্ষে ভীষণ শুভ। এমনিতেই রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুরের সময় এখন বেশ ভাল যাচ্ছে। আগামী কয়েক বছর এঁদের ভবিষ্যত উজ্জ্বল। তাই বিতর্ক যতই হোক না কেন এ ছবির বৃহস্পতি তুঙ্গে। যখনই মুক্তি পাবে ভাল ব্যবসা করবে। তবে ছবি আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে মুক্তি না পেলেই ভাল হয়। কারণ সে দিনের সংখ্যা ছবির অনুকূল নয়।

[প্রকাশ্যে এল ‘আমাজন অভিযান’-এর নয়া পোস্টার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে