BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

গোমাংস খাওয়ার অভিযোগ, রণবীর-আলিয়াকে মহাকাল মন্দিরে ঢুকতেই দিল না বজরং দল

Published by: Suparna Majumder |    Posted: September 7, 2022 12:38 pm|    Updated: September 7, 2022 12:43 pm

Bajrang Dal activists stopped 'Brahmastra' star Ranbir Kapoor, Alia Bhatt from entering the Mahakal temple | Sangbad Pratidi

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের (Ranbir Kapoor) পুরনো সাক্ষাৎকারের জেরে মুক্তির আগে বেশ বিপাকে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) টিম। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে। এবার মহাকাল মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হল রণবীর এ আলিয়াকে। বজরং দলের বিক্ষোভের জেরে মন্দিরে ঢুকতেই পারলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। পুজো শুধুমাত্র দিতে পারলেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji)।  

Ranbir Alia at Mahakal

বিতর্কের সূত্রপাত হয়েছিল রণবীরের ‘রকস্টার’ সিনেমার মুক্তির সময়। সেই সিনেমার প্রচারের সময়ই অভিনেতা জানিয়েছিলেন, তাঁর পরিবার পেশোয়ারে থাকত। তাই নানা ধরনের মাংস খেতে পছন্দ করেন তাঁরা। রণবীর নিজেও গোমাংস খেতে ভালবাসেন বলেও জানান। পুরনো সেই সাক্ষাৎকার ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে নতুন করে ভাইরাল হয়। এতেই ক্ষিপ্ত হন অনেকে। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়। ছবি বয়কটের ডাকও দেওয়া হয়। এমনকী, আলিয়া ভাটকেও হিন্দুবিরোধী তকমা দেওয়া হয়। 

Brahmastra 1

[আরও পড়ুন: পরমব্রত নির্দেশে হাতা-খুন্তি হাতে নিলেন শুভশ্রী, সঙ্গী সোহম, দেখুন ‘বৌদি ক্যান্টিন’-এর ট্রেলার]

সোশ্যাল মিডিয়ার এই বিক্ষোভ এবার মহাকাল মন্দিরের বাইরেও দেখা গেল। গতকাল অর্থাৎ মঙ্গলবার মহাকাল মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে নিয়ে গিয়েছিলেন রণবীর, আলিয়া এবং অয়ন। তাঁদের আসার খবর পেতেই মন্দির চত্বরে জড়ো হয়ে যান বজরং দলের সমর্থকরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। তাঁদের উপস্থিতিতেই বিক্ষোভ দেখাতে থাকেন বজরং দলের সমর্থকরা। আলিয়া ও রণবীরকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান। ‘জয় শ্রীরাম’ স্লোগানও নাকি দেওয়া হয়।

এমন বিক্ষোভের জেরে আর মন্দিরে প্রবেশ করার ঝুঁকি নেননি রণবীর-আলিয়া। শুধুমাত্র অয়ন মন্দিরে ঢুকে পুজো দেন। সিনেমার সাফল্য কামনা করেন। আগামী শুক্রবারই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। উল্লেখ্য, ছবিতে শিবের ভূমিকাতেই অভিনয় করছেন রণবীর। আলিয়া রয়েছেন ইশার (যার অর্থ পার্বতী) ভূমিকায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

Brahmastra 2

[আরও পড়ুন: OMG! ‘বিগ বস’-এর অন্দরমহলে নুসরতের সঙ্গী রাজ কুন্দ্রা! জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে