Advertisement
Advertisement
Pori Moni

‘ভালোবাসার মানুষের সঙ্গে দুনিয়া জয় করা যায়’, ফের প্রেমে পড়েছেন পরীমণি?

জনপ্রিয় গায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন, সেই আবহেই প্রেমের বার্তা পরীমণির।

Bangladeshi actress Pori Moni's note on Love life goes viral
Published by: Sandipta Bhanja
  • Posted:February 15, 2025 5:34 pm
  • Updated:February 15, 2025 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমদিবসের রাতে পরীর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে জ্বলজ্বল করছে ভালোবাসার বার্তা। অতীত, তিক্ত সম্পর্ক, বিচ্ছেদ সব পেরিয়ে আজও প্রেমে বিশ্বাস রাখেন অভিনেত্রী। তাই তো এবারের ভ্যালেন্টাইনস ডে-র রাতে কলম ধরলেন পরীমণি (Bangladeshi actress Pori Moni)। গাইলেন প্রেমের জয়গান। আর সেই পোস্ট দেখেই বাংলাদেশি অভিনেত্রীর ফের প্রেমে পড়ার জল্পনা তুঙ্গে।

ঠিক কী লিখেছেন পরীমণি? অভিনেত্রীর পোস্টে লেখা- ‘শোনো, সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস… সবাই তার প্রানের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে। পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জ ওয়ে তে নয়! অন্তত যাকে তুমি ভালোবেসে নিজের বলে জানো। ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়।’ প্রেমের মরশুমের আবহে পরীমণির এহেন পোস্ট দেখে অনুরাগীদের অনুমান, তাহলে সম্ভবত পরীর মনে ফের বসন্ত উঁকি দিয়েছে। অন্যদিকে সম্প্রতি গায়ক শেখ সাদীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তাহলে তাঁর সঙ্গেই চতুর্থবার বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন পরী! সত্যিই কি তাই? অভিনেত্রীর আপ্ত সহায়ক জল্পনা শুনে হেসে গড়িয়ে পড়েন। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, “পরীমণি আসলে খুবই আবেগপ্রবণ এবং কবি মনের মানুষ। তাঁর ভাবনায় ঘুরতে থাকা নানা চিন্তাভাবনা সোশাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন। ওই পোস্টও সেজন্যই। এর নেপথ্যে আর কোনও কারণ নেই।”

Advertisement

পরীমণি বরাবরই ডাকাবুকো। তাঁর জীবনে কোনও রাখঢাক নেই। প্রেম হোক বা ডিভোর্স, সবেতেই তিনি খুল্লমখুল্লা। খোলা পাতার মতোই পরীমণির জীবন। এবার ফের একবার অভিনেত্রীর প্রেমের গুঞ্জন। অতীত ভুলে ভরা বসন্তে কি আবারও কাউকে মন দিয়ে বসলেন তিনি? শোনা যাচ্ছে, বাংলাদেশের এক জনপ্রিয় গায়ক নাকি পরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আদালতেও নাকি সেই তরুণ গায়ককে অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে। আবার সোশাল মিডিয়ায় আদুরে পোস্টে গায়ক শেখ সাদী লিখেছেন, ‘অন্য কোনও মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। এখন পরী শুধু আমার।’ তাহলে কি চতুর্থ বিয়ে হল বলে পরীর? ঢালিউড যখন এহেন প্রশ্নে তোলপাড়, তখন সেই আবহেই অভিনেত্রী ভালোবাসার জয়গান গাইলেন। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন তাঁর আপ্ত সহায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement