Advertisement
Advertisement
Swastika Mukherjee

‘অভিনেতারা আসলে সবার বাবার সম্পত্তি, যা ইচ্ছে করা যায়’! কাকে খোঁচা স্বস্তিকার?

বেজায় চটেছেন অভিনেত্রী।

Bengali Actress Swastika Mukherjee's tweet garners social attraction | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 28, 2023 3:46 pm
  • Updated:July 28, 2023 3:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি রবিঠাকুরের চরিত্রে অনুপম খেরের অভিনয় করার কথা শুনে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছিলেন, “মানুষটাকে একা ছেড়ে দিন।” পালটা অনুপম প্রশ্ন ছুঁড়েছিলেন, “উনি কি রবিঠাকুরের মুখপাত্র?” সেই বিতর্কের রেশ থামতে না থামতেই স্বস্তিকা মুখোপাধ্যায় এবার ফের রণংদেহী মেজাজে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। কেন?

দিন কয়েক বাদেই মুক্তি পাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী অভিনীত ‘নিখোঁজ’। যেখানে দিতি বসু নামে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। যার মেয়ে নিঁখোজ হয়ে গিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ইতিমধ্যেই সেই সিরিজের ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। প্রচারও চলছে পুরোদস্তুর। এর মাঝেই এক খবরের শিরোনাম পড়ে বেজায় চটে গেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অতঃপর কড়া কথা শোনাতেও ছাড়লেন না অভিনেত্রী।

Advertisement

টুইটে প্রতিবাদ করে স্বস্তিকার লিখেছেন, “দয়া করে খবরের শিরোনাম নিয়ে আরেকটু দায়িত্বশীল হোন। এরকম হেডলাইন করতেই হলে দিতি বসুর মেয়ে নিখোঁজ লিখুন। ওটা আমার চরিত্রের নাম।” ওই প্রতিবেদনে সম্ভবত স্বস্তিকার কন্যাসন্তান সম্পর্কিত কোনও বিভ্রান্তিকর শিরোনাম করা হয়েছিল। সেটা নজরে আসতেই রেগে গেলেন অভিনেত্রী। মা হিসেবে এমন শিরোনাম দেখে কী প্রতিক্রিয়া হয়েছিল সেই অভিজ্ঞতাও শেয়ার করে নিলেন সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

[আরও পড়ুন: সহকারীর সঙ্গে লিভ-ইন! বিতর্কের মাঝেই ফরজানাকে নিয়ে ‘রকি রানি’ দেখতে গেলেন রেখা]

উল্লেখ্য, স্বস্তিকার মেয়ে ‘মানি’ ওরফে অন্বেষা বর্তমানে বিদেশে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। মা হিসেবে তাঁর চিন্তা হওয়াটা স্বাভাবিক। এর মাঝেই খবরের এমন শিরোনাম পড়ে ক্ষিপ্ত অভিনেত্রী। স্বস্তিকার মন্তব্য, “আমার নিজের সন্তান আছে যে বহু দূরে থাকে। আমাদের পরিবার আছে, তাতে বয়স্ক মানুষ আছেন, আমাদের জন্য চিন্তা করার অনেক লোক আছে, তাদের ব্যতিব্যস্ত করে কিছু পাওয়ার আছে? আপনাদের সন্তানকে নিয়ে এরম খবর করতে অনুমতি করবেন? অভিনেতারা আসলে সবার বাবার সম্পত্তি, যা ইচ্ছে করা যায়। দায়িত্ব আপনাদের নেই কিন্তু আশা করি চেষ্টা করবেন অল্প দায়িত্বশীল হওয়ার। ওই চেষ্টাটুকুই আমরা করতে পারি। এইভাবে আমি আমার কাজের প্রচার করতে একেবারে চাই না। এইভাবে আমার কাজ কাউকে দেখতেও হবে না।”

[আরও পড়ুন: ‘আমি প্রেমিক, বিকৃত-দোষী নই’! নবনীতার সঙ্গে বিচ্ছেদের উত্তাল সময়ে উপলব্ধি জিতুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ