BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৬  রবিবার ২৯ মার্চ ২০২০ 

Advertisement

পুলওয়ামার শহিদদের স্মৃতিচারণায় বলিউড, সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন তারকাদের

Published by: Sandipta Bhanja |    Posted: February 14, 2020 2:54 pm|    Updated: February 14, 2020 2:54 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ভালবাসার দিনেই রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। পুলওয়ামার অবন্তীপুরায় ৪৪ নম্বর জাতীয় সড়কে বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মেরেছিল সিআরপিএফ জওয়ানদের বাসে। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। আজ সেই ভয়াবহ ঘটনার ১ বছর হল। স্মৃতির ফ্রেমে অমলিন বীর জওয়ানরা। দেশমাতৃকার সেই বীর সন্তানদের শহিদ হওয়ার এক বছর পেরলেও পুলওয়ামার কাণ্ডের নেপথ্যে আসল কারণ কিন্তু আজও অধরাই। ১৪ ফেব্রুয়ারিকে অনেকেই কালো দিবসের আখ্যা দিয়েছেন। শুক্রবার পুলওয়ামা জঙ্গি হামলার ১ বছর পূর্ণ হওয়ায় বীর জওয়ানদের শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন দেশের নেতা-মন্ত্রী থেকে ‘আম-আদমি’রা। বলিউড সেলেবদের স্মৃতিচারণাতেও উঠে এসেছে পুলওয়ামা ঘটনা। জওয়ানদের স্মরণে পোস্ট করেছেন বলিউড ও টলিউড অভিনেতারা। অমিতাভ বচ্চন, বিজেপি সাংসদ অভিনেতা সানি দেওল, ইয়ামি গৌতম, উর্মিলা মাতণ্ডকর থেকে বক্সার বিজেন্দর সিং-সহ অনেকেই। 

পঞ্জাবের গুরদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল যাঁকে কিনা বলিউডের বেশ কিছু ছবিতে ভারতীয় জওয়ানের ভূমিকায় দেখা গিয়েছে, তিনি পুলওয়ামায় নিহত জঙ্গিদের শ্রদ্ধা জানিয়েছেন।

[আরও পড়ুন: ‘সব ছবিতে তোমার সঙ্গে রোম্যান্স করতে চাই’, করিনাকে খোলাখুলি প্রেম নিবেদন আমিরের! ]

শ্রদ্ধা জানিয়েছেন টলিউড অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবও।

[আরও পড়ুন: টি-২০’র দুর্গাপুজোয় দেব-রুক্মিণীর নতুন ম্যাচ, আসছে ‘কিশমিশ’]

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement