BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ঠান্ডা লড়াই শেষ? ‘পাঠান’ ঝড়ের মাঝেই ৭ বছর পর আমিরের বাড়িতে সলমন খান

Published by: Sulaya Singha |    Posted: January 26, 2023 12:39 pm|    Updated: January 26, 2023 12:39 pm

Bollywood star Salman Khan visits Aamir Khan at his residence | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে সলমন ও আমির খানের ঠান্ডা লড়াই এখন ওপেন সিক্রেট। দীর্ঘদিন ধরেই একে অপরকে এড়িয়ে চলতে ভালবাসেন তাঁরা। কিন্তু সেই লড়াইয়ের কি এবার ইতি ঘটল? বুধবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলো যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। কারণ সাত বছর পর আচমকা আমির খানের বাড়িতে ঢুকতে দেখা গেল ভাইজানকে!

হ্যাঁ, ঠিকই পড়েছেন। শাহরুখ খানের ‘পাঠান’ (Pathaan) জ্বরে যখন কাবু গোটা দেশ, তখন খানিকটা অপ্রত্যাশিত ছবিই এল প্রকাশ্যে। মঙ্গলবার রাতে নিজের গাড়ির সামনের সিটে বসে মুম্বইয়ে আমিরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সল্লু মিঞা। কালো টি-শার্ট, কানে রুপোলি দুল পরা সলমনকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। তবে সলমন একা নন, পরিচালক মহেশ ভাটকেও আমিরের বাড়িতে প্রবেশ করতে দেখা গিয়েছে। আর তারপর থেকে শুরু হয়েছে জল্পনা। তবে কি দূরত্ব ঘুচিয়ে ফের একফ্রেমে ধরা দিতে চলেছেন সলমন-আমির? যদিও শোনা গিয়েছে, আমির বন্ধুদের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই আমন্ত্রিণ ছিলেন সলমন-সহ অন্যরা।

[আরও পড়ুন: রাহুলকে ২.১৭ কোটি টাকার BMW উপহার বিরাটের, আর কে কী দিলেন?]

Salman

বলিউডে পা রাখার আগে থেকেই আমির ও সলমনের (Salman Khan) সখ্য। জুটি বেঁধে ‘আন্দাজ আপনা আপনা’র মতো সুপারহিট ছবিও উপহার দিয়েছেন তাঁরা। তবে শোনা গিয়েছিল ২০১৬ সালে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। সলমন ‘সুলতান’ মুক্তি পাওয়ার বছরেই কুস্তি নিয়ে তৈরি ‘আমিরে’র ছবি দঙ্গল মুক্তি পায়। তা নিয়েই নাকি অসন্তুষ্ট হয়েছিলেন সলমন। যদিও বলিউডের ভাইজান জানিয়েছিলেন, এ খবর একেবারেই ভিত্তিহীন। আমিরের (Aamir Khan) সঙ্গে তাঁর কোনও সংঘাত নেই। কিন্তু তারপর থেকে তাঁদের সেভাবে আর একসঙ্গে দেখা যায়নি। তাই এমন দৃশ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Salman1

বুধবার মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখের ‘পাঠান’। যদিও দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছিল আমিরের ‘লাল সিং চাড্ডা’। এবার বলিউডের আরেক খান সলমনের আপকামিং ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে চড়ছে প্রত্যাশার পারদ। সব মিলিয়ে দীর্ঘদিন পর ফের শিরোনামে তিন খান।

[আরও পড়ুন: BBC’র তথ্যচিত্রে নিষেধাজ্ঞা নিয়ে খাপ্পা! ভারতকে বাক স্বাধীনতার পাঠ শেখাল আমেরিকা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে