সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল তো মানুষ মাত্রেই হয়ে থাকে। হ্যাঁ, তিনিই বলিউডের শাহেনশা। লম্বা লম্বা সংলাপ এক টেকেই ওকে হয়ে যায়। সেটে এলেই সকলে সজাগ হয়ে যায়। রোজ তাঁকে দেখার জন্যই ‘জলসা’র সামনে হাজারও মানুষ ভিড় করেন। একবার যদি চোখের দেখা পাওয়া যায় মানুষটার। শোনা যায় সেই গুরুগম্ভীর কণ্ঠ। এই আশাতেই হাপিত্যেশ করে থাকেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু তিনিও তো একজন রক্তমাংসের মানুষ। মন যতই না মানুক বয়সও ৭৫। তাই একটি ভুল করেই ফেললেন অমিতাভ বচ্চন। আর তাতেই পালটে যেতে বসেছিল রণবীর কাপুরের অস্তিত্ব।
[আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলেন, পুলিশি জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি আরবাজ খানের]
কী এমন করেছেন বিগ বি?
‘ব্রহ্মাস্ত্র’-র দ্বিতীয় পর্বের শুটিংয়ের আগে স্ক্রিপ্ট রিডিং সেশনে গিয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, নায়ক রণবীর কাপুর ও নায়িকা আলিয়া ভাট। সকলের ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেন সিনিয়র বচ্চন। কিন্তু ক্যাপশন দিতে গিয়েই বিপত্তি বাধান। রণবীর কাপুরের বদলে রণবীর সিংয়ের নাম লিখে বসেন তিনি। এতেই কটাক্ষের শিকার হতে হয় বলিউডের শাহেনশাকে।
পরক্ষণেই অবশ্য নিজের ভুল শুধরে নেন তিনি। রণবীর সিংয়ের নাম পালটে রণবীর কাপুর লিখে আবার ছবি পোস্ট করে।
[বদলানো হোক বলিউডের নাম, রাজ্যবর্ধনের দ্বারস্থ বিজেপি নেতা কৈলাস]
কিন্তু ততক্ষণে দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে। আর সংবাদের শিরোনামেও উঠে এসেছে খবরটি। শেষে সাফাই দিতে বাধ্য হন বিগ বি। আরেকটি ছবি পোস্ট করে লেখেন ‘টাইপো’র কারণেই এমনটা হয়েছে।
বয়স হয়েছে। এই বয়সে একটু আধটু ভুল তো হতেই পারে। তবে এতেও ট্রোলের শিকার হতেই হল বিগ বিকে। অবশ্য তাতে রণবীর কাপুর বা রণবীর সিং কিছু মনে করেননি বলেই খবর।
[এই বলিউড নায়িকার সঙ্গে প্রেম করছেন লোকেশ রাহুল?]