Advertisement
Advertisement
Cinema Hall

সিনেমা হলে কি বাইরের খাবার নিয়ে ঢোকা যাবে? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

প্রত্যেকটি সিনেমা হলে বিনামূল্যে রাখতে হবে পানীয় জলের ব্যবস্থা।

cinema halls can disallow food beverages that moviegoers bring rules supreme court | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 3, 2023 6:39 pm
  • Updated:January 3, 2023 7:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে খাবার নিয়ে ঢোকা যাবে না সিনেমা হলে! এ ব্যাপারে সিনেমা হল কর্তৃপক্ষদের সিদ্ধান্তই শেষ কথা। মঙ্গলবার এ বিষয়ে হলের মালিকদেরই প্রাধান্য দিল সুপ্রিম কোর্ট।

এদিন এক জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্জ জানায়, সিনেমা হল মালিকদের নিজস্ব সম্পত্তি, তারা নিজের শর্ত অনুযায়ী নিয়ম করতে পারেন, যতক্ষণ না তা জনস্বার্থ, নিরাপত্তা এবং কল্যাণের পরিপন্থী না হয়। খাদ্য এবং পানীয় বিক্রয়ের ক্ষেত্রে হল-মালিক নিজস্ব শর্ত রাখতেই পারেন। সিনেমা দেখতে আসা দর্শকেরা সেই খাবার কিনবেন কী না, সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত মতামত। তবে বাচ্চাদের খাবারের ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা না রাখার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর সঙ্গে সুপ্রিম কোর্ট যোগ করেন খাবারের ব্য়াপারে নিষেধাজ্ঞা থাকলেও, সিনেমা হলে যেন বিনামূল্যে শুদ্ধ পানীয়জলের ব্যবস্থা থাকে তা নিশ্চিত করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘বেডরুমকে হাটে বাজারে নিয়ে এসেছে পরীমণি!’ বিচ্ছেদ বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজ ]

আগের তুলনায় সিনেমা হলের টিকিটের দাম এমনিতেই বেড়েছে। তার উপর সিনেমা দেখতে গিয়ে সামান্য কফি খেলেও তার দাম অনেকটাই। এই নিয়ে প্রতিটি অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিটি শহরে দর্শকরা। সেই নিয়ে বহু জনস্বার্থ মামলাও হয়েছে। সেই জনস্বার্থ মামলার নিরিখেই সুপ্রিম কোর্ট মঙ্গল রায় দিল। তবে সিদ্ধান্তটা রাখল হলের মালিকদের হাতেই।

[আরও পড়ুন: ‘প্রভাসের সামনে হৃতিক কিছুই না’, রাজামৌলির মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement