BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ফের ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব, তীব্র জ্বরে ভুগছেন অভিনেতা

Published by: Akash Misra |    Posted: September 1, 2022 6:58 pm|    Updated: September 1, 2022 6:59 pm

Comedian shifted back on ventilator support after fever increases | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সংকটে রাজু শ্রীবাস্তব। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ফের ভেন্টিলেশনে রয়েছেন রাজু। জানা গিয়েছে, জ্বর হয়েছে তাঁর। শরীরে অল্প ইনফেকশনও ধরা পড়েছে। হাসপাতাল সূত্রে খবর, রাজুর স্ত্রী ও মেয়ে ছাড়া বাইরের কেউই তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

গত ১০ আগস্ট একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দেখা করতে দিল্লিতে গিয়েছিলেন রাজু (Raju Srivastava)। ঘুম থেকে উঠে হোটেলের জিমে এক্সারসাইজ করার সময় হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। মাটিতে লুটিয়ে পড়েন রাজু। দ্রুত এইমস হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। প্রথম থেকেই ভেন্টিলেটরে ছিলেন শিল্পী। মাঝে তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়। দুশ্চিন্তায় পড়েন তাঁর অনুরাগীরা। তবে বর্তমানে রাজুর জ্ঞান ফেরায় চিন্তার মেঘ সরল কিছুটা।

[আরও পড়ুন: ‘অর্থ উপার্জনের নতুন পন্থা ছবি বয়কট!’ বলিউড নিয়ে বিস্ফোরক স্বরা ভাস্কর]

প্রসঙ্গত, ১৯৬৩ সালে জন্ম রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। বলিউডের ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই তাঁর কেরিয়ারের সূত্রপাত। ‘তেজাব’, ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘বাজিগরে’র মতো হিট ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল। এরপরে কৌতুকশিল্পী হিসেবে দ্রুত উঠে আসেন তিনি। জনপ্রিয়ও হন। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ট্যালেন্ট শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে’ তিনি রানার আপ হয়েছিলেন। পরে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ- চ্যাম্পিয়নস’ প্রতিযোগিতায় জিতে ‘দ্য কিং অফ দ্য কমেডি’ হন রাজু।

[আরও পড়ুন: অপারেশন থিয়েটারে ঢোকার আগে বয়ফ্রেন্ডের সঙ্গে নেচে উঠলেন রাখি! ভিডিও ভাইরাল ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে