Advertisement
Advertisement

Breaking News

RRR

‘নাটু নাটু’ গানের গোল্ডেন গ্লোব পাওয়ার মুহূর্তে কার্যতই নীরব প্রেক্ষাগৃহ! ক্ষুব্ধ ভারতীয়রা

কেন গোঁসা হল মার্কিনীদের?

Crowd’s ‘cold’ reaction to ‘Naatu Naatu’ Golden Globe win creates buzz। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 12, 2023 3:00 pm
  • Updated:March 15, 2023 7:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল্ডেন গ্লোব পুরস্কারে সম্মানিত RRR ছবির অতি জনপ্রিয় ‘নাটু নাটু’ (Naatu Naatu) গানটি। স্বাভাবিক ভাবেই এহেন সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা ও কলাকুশলীরা। কিন্তু পুরস্কারের মঞ্চে কার্যতই ‘শীতল’ প্রতিক্রিয়া পেল টিম আরআরআর। হর্ষধ্বনি, হাততালি দিতে দেখা গেল না অধিকাংশ দর্শককে! যা দেখে বিস্মিত বিশ্ব। ক্ষুব্ধ ভারতীয়রা। প্রশ্ন উঠছে, লেডি গাগা, রিহানা বা টেলর সুইফটের মতো গায়ক-গায়িকারা মনোনয়ন পেলেও পুরস্কার রাজামৌলির ছবির গান পুরস্কার পেয়েছে বলেই কি গোঁসা হল মার্কিনীদের? নাহলে ন্যূনতম সৌজন্য দেখানোর প্রয়োজন কেন অনুভব করলেন না অধিকাংশ দর্শক?

সঞ্চালক জেনা ওর্তেগা যখন ‘নাটু নাটু’র নাম ঘোষণা করেন, তখন কার্যতই উচ্ছ্বাসে ভেসে যান ছবির পরিচালক রাজামৌলি, অভিনেতা রাম চরণ, এনটিআর, এমএম কিরাভানি ও তাঁর স্ত্রী। তাঁরাই হাততালি দিতে থাকেন। মঞ্চে উঠে পুরস্কার হাতে নিয়ে গোটা বিশ্বের দর্শকদের ধন্যবাদ জানান কিরাভানি।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাদের ছবি তো নাচ-গানের নয়’, ‘পাঠান’-এর সঙ্গে ‘যুদ্ধ’ নিয়ে মন্তব্য ‘গান্ধী-গডসে’ ছবির পরিচালকের]

প্রথমেই কৃতজ্ঞতা জানান ছবির পরিচালক রাজামৌলিকে। বলেন, “এই পুরস্কার আমার ভাই এসএস রাজামৌলির।” পাশাপাশি এই গানে যে উচ্ছ্বাসের সঙ্গে প্রাণবন্ত ভাবে নাচ করেছেন দুই নায়ক রাম চরণ ও জুনিয়র এনটিআর, তার জন্য তাঁদেরও ধন্যবাদ জানান গানের সুরকার। কিন্তু বাকি হল ছিল কার্যতই নির্বাক।

Advertisement

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই ধরনের অসৌজন্য কেন দেখানো হল? ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। তাঁদের দাবি, কেন আরও বেশি ‘চিয়ার’ করলেন না তাঁরা? বর্ণবিদ্বেষের অভিযোগও তুলেছেন কেউ কেউ। যদিও কোনও কোনও মার্কিনীর মন্তব্য, এটা নেহাতই সমাজের বিক্ষিপ্ত অংশের প্রতিফলন। এক নেটিজেন লিখেছেন, ‘আমি আমেরিকাতে থাকি। এবং আমার বন্ধুরা কেউ মনে করে না রিহানা বা টেলরই পুরস্কারটা পেলে ভাল হত। যাঁরা এটা মনে করেন তাঁরা দয়া করে গানটি দেখুন, তারপর কথা বলুন।’

[আরও পড়ুন: রাজ্যের ডিএ মামলায় নতুন বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের, শুনানি সোমবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ