BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

শাহরুখের জন্মদিনে আলিবাগে হুল্লোড়, শামিল দীপিকা, আলিয়ারা

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 2, 2017 3:39 am|    Updated: September 26, 2019 1:01 pm

Deepika Padukone, Alia Bhatt in SRK’s b’day bash

তপন বকসি: জন্মদিনটা এবার পরিবার-বন্ধুদের সঙ্গেই কাটাচ্ছেন কিং খান। মুম্বইয়ের কাছেই আলিবাগেই রাত্রিবাস। বুধবার দুপুরেই রওনা দেন গৌরী খান, শ্বেতা নন্দা-বচ্চন এবং আরও কিছু পারিবারিক বন্ধু। সঙ্গে করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, ফারহা খানরা।

Girl zone! #alibaugdiaries @deepikapadukone @aliaabhatt

A post shared by Karan Johar (@karanjohar) on

[মোহনবাগান মাঠে এইভাবেই ইতিহাস গড়বে ‘আমাজন অভিযান’]

মুম্বই থেকে তিন ঘণ্টার অল্প কিছু বেশি দূরত্বে, পানভেল স্টেশন থেকে ৩০ কিমি দূরে এক একরের বেশি জমিতে কয়েক কোটি টাকা খরচ করে এই হলিডে হোম শাহরুখ বানিয়েছেন। গত বছরও এই ফার্ম হাউসেই নিজের জন্মদিন পালন করেছেন কিং খান। আলিবাগে কোনও রেলস্টেশন নেই। পানভেল স্টেশন থেকে যেতে হয়। শাহরুখের ফার্ম হাউসের কাছেই রয়েছে সি বিচ। গাড়ি বা ট্রেনে নয়। গতবছরও গৌরী খান তাঁর বন্ধুদের সঙ্গে জলপথে প্রাইভেট ফেরিতেই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে আলিবাগ রওনা হয়েছিলেন। এবারও তাই।

‪Spot who’s who! party time!‬

A post shared by Gauri Khan (@gaurikhan) on

#Repost @seemakhan76 with @repostapp ・・・ #midweekbirthdayshenanigans❤️

A post shared by Gauri Khan (@gaurikhan) on

[হ্যাকারদের কবলে ঊর্বশীর টুইটার অ্যাকাউন্ট, লেখা হল অশালীন ভাষা]

রাতভর চলে হুল্লোড়। শোনা গিয়েছে, পার্টির মধ্যমণি হয়ে ছিলেন শাহরুখের মেয়ে সুহানা। কেননা সুহানা খুব শিগগিরই সিনেমায় আসতে চলেছেন বলে খবর।

gallery-outputshah-rukh-8

Love you farah!!!!! Watch out for the most talented photo bombers!

A post shared by Karan Johar (@karanjohar) on

তবে নিজের ‘ফ্যান’দেরও নিরাশ করবেন না বলিউড বাদশা। এবারও প্রথামাফিক ‘মন্নত’-এর রেলিংয়ের উপর থেকে দেখা দেবেন। শোনা গিয়েছে, তারপরই ফের তিনি নিজস্ব চপারে চড়ে গিয়ে পারিবারিক ও ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে যোগ দেবেন আলিবাগের ফার্ম হাউসে।

[খোলামেলা পোশাকে ছবি পোস্ট আমিশার, তোলপাড় নেটদুনিয়া]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে