সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকাল আর খুব একটা একসঙ্গে দেখা যায় না দু’জনকে। বিশেষ করে প্রকাশ্যে তো একেবারেই না। নাহ, বলিউডের বাজিরাও-মস্তানির মধ্যে কোনও মনোমালিন্যর খবর মেলেনি। বরং ইচ্ছা করেই একটু দূরত্ব বজায় রেখেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এক তো পরিচালক সঞ্জয় লীলা বনশালির বারণ রয়েছে। কারণ ‘পদ্মাবত’-এ রানি পদ্মাবতী হিসেবে দেখা যাবে দীপিকাকে। আর রণবীর হয়েছেন আলাউদ্দিন খিলজি। এমনিতেই ‘পদ্মাবত’ নিয়ে যা হ্যাপা পোহাতে হচ্ছে তা বোধহয় আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন পরিচালক। তাই শুটিং শুরুর সময় থেকেই দুই তারকাকে একটু দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন।
[‘পদ্মাবত’ নিয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশের দাবি খারিজ সুপ্রিম কোর্টের]
অবশ্য এর মধ্যেও যে দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়নি তা নয়। তবে তা হাতে গোনা কয়েকবার মাত্র। এতে অবশ্য রণবীরের প্রতি প্রেম এতটুকু কমেনি ডিপ্পি-র। কেন রণবীরকে এতটা ভালবাসেন নায়িকা? বাজিরাওয়ের কোন বিষয়টি সবচেয়ে বেশি ভাল লাগে তাঁর? এই প্রশ্নের উত্তর এতদিনে দিলেন নায়িকা। জানালেন, রণবীরই সবচেয়ে ভাল চুম্বন করতে পারেন।
[ম্যারাথনের সূচনায় এবিভিপির পতাকা উড়িয়ে খোরাক হলেন অক্ষয়]
সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে গিয়ে এই মন্তব্য করেছেন দীপিকা। রণবীরের চুম্বনে প্রশংসা করেই অবশ্য শেষে ‘ইন দ্য বিজনেস’ শব্দ তিনটি জুড়ে দেন তিনি। অর্থাৎ মুখে অনস্ক্রিন চুম্বনের কথাই বোঝাতে যেন চেয়েছেন অভিনেত্রী। কিন্তু তাঁর চোখের ভাষা ও টোল পড়া গালের হাসি যেন অন্য বার্তা দিচ্ছিল। আর তাই পছন্দ হয়েছে নেটিজেনদের। ভাইরাল হয়েছে দীপিকার এ ভিডিও।
এদিকে ‘পদ্মাবত’-এর মুক্তি আসন্ন। তবে পরিস্থিতি যা তাতে প্রচারে খুব একটা দেখা যাচ্ছে না রণবীর-দীপিকা-শাহিদদের। তবে দু’জনের বিশেষ বন্ধুত্ব যে অটুট রয়েছে, তা এই ভিডিওতেই স্পষ্ট।
[অভিনব কায়দায় কর্ণি সেনার তাণ্ডবের প্রতিবাদ অভিনেত্রী রেণুকার]