Advertisement
Advertisement
Kalki 2898 AD

দুঃসাহসী দীপিকা! ‘কল্কি’তে অর্ধনগ্ন অবতারে স্ফীতোদর নিয়ে হাঁটলেন আগুনের উপর

জঠরে সন্তান, 'কল্কি'তে দীপিকাকে দাপুটে পারফরম্যান্স দেখে দর্শকদের গায়ে কাঁটা!

Deepika Padukone's Viral Scene in Kalki 2898 AD, Bares Baby Bump As She Walks Through Fire

ছবি : এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:June 28, 2024 12:12 pm
  • Updated:June 28, 2024 12:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও অভিনেত্রী হিসেবে নিজের জাত চেনালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। শুধু বলিউড কেন, গোটা ভূ-ভারতে অভিনেত্রী হিসেবে যে তাঁর বিকল্প নেই, আবারও ‘কল্কি’তে প্রমাণ রাখলেন তিনি। সৌন্দর্য এবং শিল্পীসত্ত্বাকে সমান্তরালে রেখে যিনি অনায়াসে হাঁটতে পারেন। পুরুষকেন্দ্রিক সিনেমাতেও যাঁর দাপট টের পাওয়া যায়। ঐতিহাসিক ভূমিকা হোক বা জীবন্ত চরিত্র, দীপিকার নখদর্পণে। ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো দুটো ব্লকবাস্টার কমার্শিয়াল সিনেমাতেও যে অভিনেত্রী অনায়াসে শাহরুখ খানের পারফরম্যান্সের পাশে নিজের উজ্জ্বল স্বাক্ষর রাখেন, তিনি দীপিকা পাড়ুকোন। এবার খেল দেখালেন ‘Kalki 2898 AD’ ছবিতে।

মহাভারতের সঙ্গে কল্পবিজ্ঞানের মিশেলে ‘কল্কি’র চিত্রনাট্য। গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভেধারণ করেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। ইতিমধ্যেই মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে দীপিকা পাড়ুকোনের পারফরম্যান্স দেখে দর্শকরা রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসিয়েছেন।

Advertisement

সিনেমার এক দৃশ্য অভিনেত্রী যেভাবে দুঃসাহসী অবতারে ধরা দিলেন, তাতে দর্শকদের গায়ে কাঁটা দিচ্ছে! প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েও তাঁদের ঘোর যেন কিছুতেই কাটছে না। যেখানে প্রায় অর্ধনগ্ন অবস্থায় উন্মুক্ত স্ফীতোদর নিয়ে আগুনে উপর দিয়ে হাঁটতে দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা দীপিকাকে। যদিও ‘কল্কি’র শুটিং করার সময়ে তিনি গর্ভবতী ছিলেন না। রিলিজের মাসখানেক আগেই গত ফ্রেব্রুয়ারিতে সুসংবাদ দিয়েছেন অভিনেত্রী। তবে ‘কল্কি’র এই দৃশ্য কিন্তু রিলিজের ২৪ ঘণ্টার মধ্যেই ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছে!

[আরও পড়ুন: অভিনয়ের অবিনশ্বর ঈশ্বর অমিতাভ, ‘কল্কি’তে বিগ বি-র পারিশ্রমিক কত?]

মাত্র এক দিনের মাথায় প্রভাসের দিক থেকে সমস্ত লাইমলাইট কেড়ে দীপিকা বর্তমানে নেটপাড়ার ক্যুইন। সিনেবিশেষজ্ঞরা তো বটেই, এমনকী দর্শকরাও ধন্য ধন্য করছে অভিনেত্রীর ঝাঁজালো পারফরম্যান্স দেখে। অনেকে আবার আগুনের উপর দিয়ে হাঁটার দৃশ্যকে পদ্মাবত ছবির ক্লাইম্যাক্সে জওহর প্রথার সঙ্গে তুলনা করেছেন। কেউ বা আবার মহাভারতের দ্রৌপদীর সঙ্গে দীপিকার তুলনা টেনেছেন। অনেকে সেই চরিত্রে তাঁকে দেখার ইচ্ছেওপ্রকাশ করে ফেলেছেন। সূত্রের খবর অনুযায়ী, ‘কল্কি’র জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন দীপিকা পাড়ুকোন। জানা গিয়েছে, অমিতাভ বচ্চনও নাকি এই অঙ্কের টাকা পেয়েছেন।

[আরও পড়ুন: ‘টলিউডের শাহরুখ!’, রুক্মিণীর বার্থডে পার্টিতে পনিটেল বাঁধা লুকে বাজিমাত দেবের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement