Advertisement
Advertisement
Pathaan Movie

এবার দিল্লি হাই কোর্টের নজরে ‘পাঠান’, OTT-তে মুক্তির ক্ষেত্রে বেঁধে দেওয়া হল নয়া গাইডলাইন

২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে 'পাঠান'।

Delhi HC issues new guidelines to makers of Shah Rukh Khan’s film for its OTT release| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 16, 2023 8:51 pm
  • Updated:January 16, 2023 8:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। মুক্তির দিন যত এগোচ্ছে পাঠান ছবি নিয়ে বিতর্কের আগুন যেন আরও বেড়েই চলেছে। এই যেমন, পাঠান নিয়ে সোমবার দিল্লি হাইকোর্ট এক নতুন নির্দেশ দিল। দিল্লি হাইকোর্টের তরফ থেকে পাঠান ছবির প্রযোজনা সংস্থা যশরাজকে জানিয়ে দেওয়া হল, এই ছবির ওটিটি মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, ওটিটি মুক্তির আগে ছবির সাবটাইটেল আগে থেকে জমা দিতে হবে। কেননা,সাবটাইটেলে যেন ভুল তথ্য দেখানো না হয় তার জন্যই এই ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া, সেন্সর বোর্ডের ছাড়পত্রও জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্কের শেষ নেই। তার ফলে সেন্সর বোর্ডের কড়া নজরে সিদ্ধার্থ আনন্দের ছবি। কাঁচির কোপে কি বাদ পড়ছে ‘বেশরম রং’? তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সেন্সর বোর্ডের তরফে এখনও কিছুই জানানো হয়নি। তবে সেন্সর বোর্ডের রিপোর্ট ভাইরাল সর্বত্র। ভাইরাল হওয়া ওই রিপোর্ট আদৌ সত্যি কিনা, তা অবশ্য এখনও পরিষ্কার নয়।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি আদিলের বউ, আমাকে টাচ করবেন না!’ ভক্তকে হুঁশিয়ারি রাখি সাওয়ান্তের]

ওই রিপোর্ট অনুযায়ী, মোট ১০টিরও বেশি দৃশ্যে কাঁচি চালাতে চলেছে সেন্সর বোর্ড। ছবির বেশ কিছু সংলাপে বদল আনতে হবে। ‘Raw’ শব্দের বদল করতে হবে। অন্তত ১৩টি জায়গায় পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরের কথা উল্লেখ রয়েছে। সেগুলিও পরিবর্তন করতে হবে। ‘বেশরম রং’ গানটি বাদ যাবে না। তবে গানটির নাচের দৃশ্যে সামান্য বদল করতে হতে পারে। যৌন আবেদনে ভরা নাচের পোজে কিছু বদল হবে। তবে গেরুয়া বিকিনিতে কোনও পরিবর্তন হবে না। যদিও ভাইরাল হওয়া এই রিপোর্টটির সত্যাসত্য স্বীকার করেনি সেন্সর বোর্ডও।

গত ১২ নভেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ (Besharam Rang) প্রকাশ্যে আসে। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করে দেওয়া হয় ছবি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’ (Boycott Pathaan)। গানটির বিরুদ্ধে অশালীনতার অভিযোগ আনা হয়েছে।

[আরও পড়ুন: বিতর্কের মাঝেই বড় ঘোষণা, শাহরুখ নন, ‘পাঠানে’র পরিচালকের নতুন ছবির নায়ক প্রভাস ]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement