সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতবিরেতে ভাংড়ার মুডে ছিলেন দেব (Dev) ও রুক্মিণী। ঢোল বাজতেই নেচে উঠলেন দুই তারকা। দেব-রুক্মিণীর (Rukmini Maitra) এই যুগলবন্দি দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকে আবার কমেন্টবক্সে তুলে ফেললেন বিয়ের প্রসঙ্গ।
‘চ্যাম্প’ ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধেন রুক্মিণী। অনস্ক্রিন প্রেমের প্রভাব অফস্ক্রিনের সম্পর্কও মধুর করে তোলে। তারপর থেকে ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব-রুক্মিণী। সাম্প্রতিক ‘কিশমিশ’ ছবিও বক্স অফিসে সাফল্য পেয়েছে।
শুক্রবার রাতে রুক্মিণী ও নিজের নাচের ভিডিও আপলোড করেন দেব। ভিডিও দেখে মনে হচ্ছে, পাঞ্জাবি লোরি উপলক্ষ্যে আয়োজিত কোনও একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তারকা যুগল। আর সেখানেই ঢোলবাদকরা ছিলেন। লাল শাড়ি পরে অনুষ্ঠানে গিয়েছিলেন রুক্মিণী। দেবের পরণে ছিল স্যুট। ঢোল বাজতেই নেচে ওঠেন রুক্মিণী। প্রেমিকার সঙ্গে দেবও ছন্দ মেলান।
View this post on Instagram
দেব-রুক্মিণীর এই মিষ্টি মুহূর্ত অনেকেরই পছন্দ হয়েছে। প্রতিক্রিয়া দিতে গিয়ে কেউ ব্যবহার করেছেন ভালবাসার ইমোজি, কেউ আবার আগুনের ইমোজি দিয়েছেন কমেন্টবক্সে। এর মধ্যেই কয়েকজন দেব ও রুক্মিণীর বিয়ের প্রসঙ্গ তুলেছেন। তারকা যুগলকে বিয়ে করে মধুচন্দ্রিমায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অফস্ক্রিনে দুই তারকা কবে গাঁটছড়া বাঁধবেন? সে প্রশ্নের উত্তর তাঁরাই দিতে পারবেন। তবে শোনা যাচ্ছে, অনস্ক্রিনে ফের রুক্মিণীর সঙ্গে দেখা যাবে দেবকে। ‘কিশমিশ’ ছবির পরিচালক রাহুলের নতুন সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেব। রমকম এই ছবিতে চার নায়িকাকে দেখা যাবে। তাঁদেরই একজন নাকি রুক্মিণী।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.