BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

দ্বিতীয়বার বিয়ে করতেই প্রবল কটাক্ষের শিকার! অবশেষে মুখ খুললেন দুর্নিবার সাহা

Published by: Akash Misra |    Posted: March 11, 2023 3:43 pm|    Updated: March 11, 2023 4:08 pm

Durnibar Saha on recent troll about his Wedding | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম স্ত্রী মীনাক্ষির সঙ্গে বিচ্ছেদের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারি ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের সঙ্গে জমিয়ে প্রেম করেন সঙ্গীতশিল্পী দুর্নিবার। গত বৃহস্পতিবার শহরের এক পাঁচতারা হোটেলে সাতপাকে বাঁধা পড়েছেন মোহর ও দুর্নিবার। এই বিয়েতে উপস্থিত ছিলেন একঝাঁক টলি তারকা। শুভেচ্ছাও জানিয়েছেন সবাই। তবে এই বিয়ে নিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন দুর্নিবার। এক বছরের মধ্যেই কীভাবে মীনাক্ষিকে ভুলে মোহরকে বিয়ে করেছেন দুর্নিবার, তা নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই।

এই ট্রোল নিয়ে প্রথমে চুপ ছিলেন দুর্নিবার। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের একহাত নিয়ে গায়ক। ফেসবুকে লিখলেন, ‘যখন আমরা আলোর রোশনাইয়ে সাজাব, তখন কিছু লোকজন বোকার মতো কিছু নোংরা মন্তব্য করবেন।’

[আরও পড়ুন: ‘২২ বছর পর এই প্রথম নায়কের মতো পারিশ্রমিক পেলাম!’, হলিউডে বসে বলিউডকে কটাক্ষ প্রিয়াঙ্কার ]

২০২১ সালে প্রেমিকা মীনাক্ষি মুখোপাধ্যায়কে বিয়ে করে ছিলেন দুর্নিবার। বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল তাঁদের। বছর ঘুরতে না ঘুরতে সম্পর্কে ভাঙন। ২০২২ সালে প্রসেনজিতের সহকারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুর্নিবার। দুর্নিবার দাবি করেছিলেন, তিনি পরকীয়া করেননি। ২০২১ সালের ডিসেম্বরে শহরের একটি রেস্তরাঁয় মোহরের সঙ্গে প্রথম দেখা। তারপর কাজের সূত্রে বন্ধুত্ব ও প্রেম। অন্য দিকে মীনাক্ষীর সঙ্গে দুর্নিবারের সম্পর্ক গড়ায় বিচ্ছেদের দিকে। তারপরই সোশ্যাল মিডিয়ায় মোহরের সঙ্গে সম্পর্কের কথা জানান দুর্নিবার। আর এবার একেবারে অগ্নিসাক্ষী করে বিয়ে সারলেন মোহর ও দুর্নিবার।

[আরও পড়ুন: সতীশ কৌশিকের ফার্ম হাউস থেকে উদ্ধার একাধিক ‘নিষিদ্ধ’ ওষুধের পাতা! অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য? ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে