সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর ধরেই বলিউডে জনপ্রিয় ফিল্ম ফেয়ার অ্য়াওয়ার্ডস। তবে গত পাঁচবছরে টলিউডেও নজর কেড়েছে এই পুরস্কার সন্ধে। ফিল্ম ফেয়ারের আসরে সেজেগুজে হাজির হন টলি তারকারা। শুক্রবার সন্ধে কলকাতার এক পাঁচতারা হোটেলে এবারের জিও ফিল্ম ফেয়ারেও তারকার মেলা। দেখে নিন কারা হলেন সেরা।
সেরা ছবি -দোস্তজী, বল্লভপুরের রূপকথা
সমালোচকদের বিচারে সেরা ছবি- দ্যা হোলি কনস্পিরেসি,অভিযান
সেরা পরিচালক- প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)
সেরা অভিনেতা- মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)
সমালোচকদের বিচারে সেরা অভিনেতা- যিশু সেনগুপ্ত (অভিযান)
সেরা অভিনেত্রী- স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী)
View this post on Instagram
সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী- শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায়চৌধুরী (মহানন্দা)
সেরা সহ-অভিনেতা- শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)
সেরা সহ-অভিনেত্রী- মমতা শঙ্কর (প্রজাপতি)
সেরা নবাগত অভিনেতা- অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম)
সেরা নবাগত অভিনেত্রী- শ্রুতি দাস (এক্স = প্রেম)
View this post on Instagram
[আরও পড়ুন: পর্দা কিংবা মঞ্চে, নটী বিনোদিনীকে নিয়ে এখনও কেন এত মাতামাতি?]
সেরা নবাগত পরিচালক- ঈশান ঘোষ (ঝিল্লি) ও কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
সেরা সাউন্ড ডিজাইন- তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)
সেরা সম্পাদক- অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)
সেরা প্রোডাকশন ডিজাইন- সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)
সেরা আবাহ সঙ্গীত- বিক্রম ঘোষ (মহানন্দা)
সেরা চিত্রনাট্য- প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তজী)
সেরা সংলাপ- প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)
সেরা গায়ক- অরিজিৎ সিং- আজকে রাতে (বিসমিল্লাহ)
সেরা গায়িকা- কৌশিকী চক্রবর্তী- কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)
সেরা গীতিকার- অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা)
সেরা মিউজিক অ্যালবাম- ইন্দ্রদীপ দাশগুপ্ত (বিসমিল্লাহ)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- অপর্ণা সেন (অভিনেত্রী ও পরিচালক)