Advertisement
Advertisement
Raima Sen

একদিকে কালী রূপ, অন্যদিকে হিজাব পরা ক্ষতবিক্ষত মুখ, চমক রাইমার

কেন এমন পোস্ট অভিনেত্রীর?

First look motion poster of Raima Sen starrer Maa Kaali | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 5, 2024 4:30 pm
  • Updated:March 5, 2024 9:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখের একদিকে দেবী কালীর রূপ। অন্যদিকে হিজাব পরা ক্ষতবিক্ষত চেহারা। এমনই পোস্টে চমকে দিলেন রাইমা সেন (Raima Sen)। কেন এমন পোস্ট অভিনেত্রীর? নতুন ছবির জন্য। যার নাম ‘মা কালী’ (Maa Kaali)।

বিজয় এলাকান্তির পরিচালনায় নতুন এই ছবিতে অভিনয় করেছেন রাইমা। ফার্স্টলুক পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এ গল্প বাংলার ইতিহাসের। যাতে নারীর সংগ্রাম আছে, রক্তের ছোঁয়া আছে আবার বাঁচার লড়াইও আছে। রাইমার ক্যাপশন অনুযায়ী, “বিস্মৃতির অতলে থাকে কিছু গল্প আমরা নিয়ে আসছি আপনাদের কাছে। ‘মা কালী’র এক্সক্লুসিভ ফার্স্টলুক। বাংলার মুছে যাওয়া ইতিহাসের এক ঝলক।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raima Sen (@raimasen)

Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালির প্রতিবাদে পল্লব কীর্তনিয়ার ‘সন্ত্রাসখালির গান’, তোপ শাসককে]

শোনা গিয়েছে, হিন্দি ও বাংলা দুই ভাষাতেই এই ছবি মুক্তি পাবে। রাইমার পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক সিংকে। খুব শিগগিরিই টিজার প্রকাশ্যে আসবে। কেমন গল্প সাজিয়েছেন পরিচালক তা জানা যায়নি। তবে সূত্রের খবর মানলে, দেবী কালী এখানে রূপক। আবার ফার্স্টলুক মোশন পোস্টারে কালী শব্দটি এমনভাবে লেখা হয়েছে যাতে CAA শব্দটি স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে নানা পাটেকর, পল্লবী যোশীদের সঙ্গে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমায় দেখা গিয়েছিল রাইমাকে। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেন তিনি। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে ‘বস্তার: দ্য নকশাল স্টোরি’ সিনেমার ট্রেলার। তাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাইমা।

[আরও পড়ুন: সামনেই শিবরাত্রি, উপবাস কতটা স্বাস্থ্যকর? জেনে রাখুন গুরুত্বপূর্ণ তথ্য]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ