BREAKING NEWS

৫ মাঘ  ১৪২৮  বুধবার ১৯ জানুয়ারি ২০২২ 

READ IN APP

Advertisement

‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর পোস্টার কতটা মন ছুঁল দর্শকদের?

Published by: Sayani Sen |    Posted: September 25, 2018 4:21 pm|    Updated: September 25, 2018 4:21 pm

First poster release of 'Thugs of Hindosthan'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত সিনে অনুরাগীদের মুখে মুখে ঘুরছে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর কথা৷ কখনও লুক প্রকাশ তো কখনও মোশন পোস্টারের মুক্তির জেরে গুঞ্জন আর থামছে না৷ এবার প্রকাশ্যে এল সিনেমার মূল চরিত্রের লড়াইয়ের ছবি৷ ওই পোস্টার নিয়েই আপাতত আবারও শুরু হয়েছে আলোচনা৷

[‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ফিরিঙ্গিকে চিনতে পারছেন কি?]

আমিরের মোশন পোস্টার প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই আবারও সিনে অনুরাগীদের নতুন উপহার দিল টিম ‘ঠাগস অফ হিন্দোস্তান’৷ এবার প্রকাশ্যে এল ছবির আরও একটি পোস্টার৷ ওই পোস্টারে রয়েছে গোটা টিম৷ রয়েছেন বিগ বি, আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখ৷

[বাবা হলেন নীল, কন্যাসন্তানের জন্ম দিলেন রুক্মিণী]

ওই পোস্টারে যোদ্ধার রূপে ধরা দিয়েছেন বিগ বি৷ হাতে তলোয়ার নিয়ে ধরা দিয়েছেন আমির খান৷ অন্যরকম সাজে পোস্টারে ধরা দিয়েছেন ক্যাটরিনা ও ফতিমা সানা শেখ৷ কারও বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন চারজন৷ কিন্তু বিপক্ষে কে রয়েছেন, তা যদিও প্রকাশ্যে আসেনি এখনও৷ বিগ বি-র সঙ্গে একই পোস্টারে নিজেকে দেখে খুশি পারফেকশনিস্ট৷ টুইটে সেকথা জানানও তিনি৷   

 

[অস্কারে যাচ্ছে ইরফানের প্রথম বাংলা ছবি ‘ডুব’]

২৭ সেপ্টেম্বর যশ চোপড়ার জন্মদিনে দর্শকদের সামনে আসবে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ট্রেলার৷ আগেই বিগ বি, ফতিমা সানা শেখ, লয়েড ওয়েন, সুরাইয়ার মোশন পোস্টার প্রকাশিত হয়৷ সোমবার সোশ্যাল সাইটে সামনে এসেছে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ফিরিঙ্গির মোশন পোস্টার৷ ওই পোস্টারে সাহেবি কেতায় ধরা পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট৷ ওই মোশন পোস্টারে প্রথমে একটি জাহাজ দেখানো হয়৷ এরপর ব্রিটিশ পতাকায় বিস্ফোরণ৷ অবশেষে ফিরিঙ্গির কোমরে ঝোলানো সুরার পাত্রে শেষ হয়েছিল ভিডিওটি৷

 

ইনস্টাগ্রামে প্রকাশিত ওই মোশন পোস্টারে দিব্যি মন মজেছিল দর্শকদের৷ বারবার একের পর এক ঝলকে ‘ঠাগস অফ হিন্দোস্তান’ নিয়ে সিনে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে৷ ৮ নভেম্বর সিনেমা মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন সকলেই৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে