সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ফ্রেমে একগুচ্ছ তারকা। অতিমারী (Pandemic) আবহে চুটিয়ে আড্ডা দিলেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta), শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী (Raj Chakraborty), অরিন্দম শীল, বিক্রম ঘোষরা। তারকাদের এই রিইউনিয়নের ছবি পোস্ট করেছেন শুভশ্রী (Subhashree Ganguly)।
View this post on Instagram
[আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রি]
পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) বাড়িতে বসেছিল এই বিকেলের আসর। ক্যাপশনে তাঁকে ও স্ত্রী শুক্লাকে সুস্বাদু খাবারের জন্য ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী। যিশুর সঙ্গেই গিয়েছিলেন তাঁর স্ত্রী নীলাঞ্জনা। অরিন্দম শীলের খুবই কাছের বন্ধু বিক্রম ঘোষ। তাঁর একাধিক ছবিতে সংগীত পরিচালনার কাজ করেছেন। স্ত্রী জয়ার সঙ্গে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সংগীতশিল্পী। শাশ্বত চট্টোপাধ্যায় না থাকলেও ছবিতে দেখা গিয়েছে তাঁর স্ত্রী মহুয়াকে। ছিলেন প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্তও। সকলে মিলে বেশ ভালই সময় কাটিয়েছেন। হাসিমুখে পোজ দিয়েছে ক্যামেরার সামনে।
তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে দেশের কোভিড (COVID-19) গ্রাফে ওঠাপড়া অব্যাহত। শুক্রবার ফের খানিকটা নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃ্ত্যু। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Corona virus) নতুন করে আক্রান্ত ৩৮ হাজার ৯৪৯। তবে বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের দৈনিক পজিটিভিটি রেট সামান্য বেড়েছে। এমন পরিস্থিতিতে দিঘা, শান্তিনিকেতন, পুরুলিয়া, ডুয়ার্সের মতো বেড়াতে যাওয়ার জায়গাগুলিতেও কড়া বিধিনিষেধ আরোপ হয়েছে। কোনও যেতে না পারলেও আনন্দের হদিশ খুঁজে নিয়েছেন টলিপাড়ার তারকারা। করোনা কালেও নানা কাজের ব্যস্ততা থাকে। রিয়ালিটি শোয়ের বিচারক শুভশ্রী, রাজ বিধায়কের দায়িত্ব পালন করেন, আবার বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার কাজ নিয়েও যিশুর ব্যস্ততা রয়েছে। এরই মাঝে ক্ষণিকের অবসর কাটিয়ে নিলেন প্রত্যেকে।