BREAKING NEWS

৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

Oscars 2023 Winners: ব্যতিক্রমী অস্কার, সেরার শিরোপা বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের, দেখুন সম্পূর্ণ তালিকা

Published by: Suparna Majumder |    Posted: March 13, 2023 10:05 am|    Updated: March 15, 2023 7:23 pm

Here are the full list of Oscar 2023 winners | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৫তম অস্কার হল ব্যতিক্রমী। বিশ্বের নানা প্রান্তের সিনেমা শিল্পীদের হাতে উঠল সোনালি পুতুল। উদ্বাস্তু যন্ত্রণার কাহিনি বলে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার জিতে নিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। এই সিনেমায় অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রী হলেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। আর ‘দ্য হোয়েল’ সিনেমার জন্য সেরা অভিনেতা হলেন ব্রেন্ডন ফ্রেজার। ভারতীয়দের জন্য পাওনা ‘নাটু নাটু ‘ গান ও ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর অস্কার।

এক নজরে দেখে নেওয়া যাক গোটা তালিকা-

সেরা ছবি –এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা পরিচালক – ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা অভিনেতা – ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী – মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা সহ-অভিনেতা – কি হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা সহ-অভিনেত্রী – জেমি লি কার্টার (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা অরিজিনাল চিত্রনাট্য – ড্যানিয়েল কাওয়ান ও ড্যানিয়েল স্কিনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

[আরও পড়ুন: অস্কারের মঞ্চে ঐতিহাসিক জয়, বেস্ট অরিজিনাল সং ‘RRR’ সিনেমার ‘নাতু নাতু’ গান]

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য – সারা পোলে (উইমেন টকিং)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম – গুইলার্মো দেল তোরো’স পিনোচিও
সেরা বিদেশি ছবি – অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
সেরা ডকুমেন্টারি ফিচার – নাভালনি
সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট – দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম – অ্যান আইরিশ গুডবাই
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম – দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
সেরা অরিজিনাল স্কোর – ভলকার বার্টেলম্যান (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা অরিজিনাল সং –  নাটু নাটু  (RRR)
সেরা সাউন্ড – মার্ক ওয়েনগার্টেন, জেমস ম্যাথের, এআই নেলসন, ক্রিস বার্ডন, মার্ক টেলর (টপ গান: ম্যাভরিক)
সেরা প্রোডাকশন ডিজাইন – অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা সিনেমাটোগ্রাফি – জেমস ফ্রেন্ড (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং – আদ্রিয়ান মোরোট, জুডি চিন, অ্যান মেরি ব্রাডলি (দ্য হোয়েল)
সেরা কস্টিউম ডিজাইন – রুথ ই কার্টার (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার)
সেরা সম্পাদনা – পল রজার্স (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা ভিজ্যুয়াল এফেক্ট – অ্যাভাটর: দ্য ওয়ে অব ওয়াটার

[আরও পড়ুন: অবসাদে আত্মহত্যা করতে চেয়েছিলেন! ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক কপিল শর্মা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে