১৭ অগ্রহায়ণ  ১৪৩০  শনিবার ২ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ছোটপর্দায় ফিরছে ‘গোয়েন্দা গিন্নি’? রহস্য ফাঁস করলেন ইন্দ্রাণী হালদার

Published by: Suparna Majumder |    Posted: March 11, 2022 6:12 pm|    Updated: March 11, 2022 6:12 pm

Indrani Haldar may comeback in Bengali TV as Goyenda Ginni | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর। বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল পরমা মিত্রের সফর।  দর্শকদের একান্ত আপন ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni) হয়ে উঠেছিলেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। আবারও সেই অবতারে ফিরতে চলেছেন অভিনেত্রী। এমনই খবর শোনা যাচ্ছে স্টুডিও পাড়ার অন্দরে। সত্যিই কি তাই? প্রশ্নের উত্তর দিলেন খোদ নায়িকা।

Indrani Haldar

ফোনে সংবাদ প্রতিদিন ডিজিটালকে ইন্দ্রাণী হালদার জানান, গোয়েন্দা গিন্নির দ্বিতীয় মরশুম নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু এখনও সেভাবে কিছু চূড়ান্ত হয়নি। ধারাবাহিকের (Bengali Serial) মূল ভাবনা ছিল সাহানার। তিনিও দ্বিতীয় মরশুমের চিত্রনাট্য লিখতে রাজি হয়েছেন। তবে কোনও কিছু হলে তা জুলাই কিংবা আগস্টের পরেই হবে বলে জানালেন ইন্দ্রাণী হালদার। কারণ কিছুটা সময় বিশ্রামে থাকতে চান অভিনেত্রী। তারপর আবার নতুন উদ্যমে কাজ শুরু করবেন। 

Indrani Haldar 1

[আরও পড়ুন: ইতিহাসের ভুল ব্যাখা! ‘কাশ্মীর ফাইলস’ ছবির প্রদর্শনে স্থগিতাদেশ জম্মু আদালতের]

২০১৬ সালের ২৫ ডিসেম্বর ‘গোয়েন্দা গিন্নি’র শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছিল। তা যদি আবার শুরু হয়। তাহলে সেই শুরুটা বেশ গ্র্যান্ড হবে বলেই আভাস দিলেন ইন্দ্রাণী হালদার। দারুণ কিছু একটা ভাবনাচিন্তা করা হচ্ছে বলেও জানান অভিনেত্রী। তিনিও মনেপ্রাণে চান পরমা মিত্রর কামব্যাক। বাকিটা সাহানার লেখার উপর নির্ভর করছে বলেই জানান। 

Indrani Haldar 2

‘সীমারেখা’, ‘গোয়েন্দা গিন্নি’ থেকে ‘শ্রীময়ী’  — প্রত্যেক ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের দর্শকদের মন জয় করেছেন ইন্দ্রাণী হালদার।  নিজের চরিত্রের মাধ্যমে বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন। এই অবদানের জন্য বৃহস্পতিবার বাংলার টেলি আকাদেমি অ্যাওয়ার্ডস (West Bengal Tele Academy Awards 2022) সম্মানিত হন অভিনেত্রী। তাঁর হাতে তুলে দেওয়া হয় সবচেয়ে অনুপ্রেরণামূলক চরিত্রের অ্যাওয়ার্ড। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন অভিনেত্রী জানান, এমন সম্মান আরও ভাল ভাল কাজ করার উৎসাহ জোগায়।  

[আরও পড়ুন: নাশকতা, বিস্ফোরণ, সন্ত্রাসবাদ! কলকাতার অন্য গল্প শোনাবে পরিচালক প্রীতমের নতুন ছবি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে