সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষি বাল্মীকি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মুম্বই থেকে রাখি সাওয়ান্তকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে বন্ধু গিয়েই এই আলটপকা মন্তব্য করে আসে বলিউডের এই ‘ড্রামা কুইন’। কথা চলছিল তার বন্ধু মিকা সিংকে নিয়ে। সেখানেই বাল্মীকির প্রসঙ্গ টেনে আনেন রাখি। বলেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠছেন। তাঁর বন্ধু মিকাও তেমনই অনেক বদলে গিয়েছে।
এই মন্তব্য করেই বেমালুম ফেঁসে যান রাখি। আদালতের দ্বারস্থ হয় বাল্মীকি কমিউনিটির সদস্যরা। তাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। তার ভিত্তিতেই মঙ্গলবার গ্রেপ্তার করা হয় রাখিকে।