Advertisement
Advertisement
Janhvi Kapoor

শ্রীদেবীর কিনে দেওয়া বাড়িকে হোটেল বানালেন জাহ্নবী, এক রাতের খরচা জানেন?

অতিথি আপ্যায়নে থাকবে খোদ জাহ্নবী!

Janhvi Kapoor opens childhood home, bought by Sridevi, to public
Published by: Akash Misra
  • Posted:May 2, 2024 4:37 pm
  • Updated:May 2, 2024 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাহ্নবীর জন্য চেন্নাইয়ে একটা বাড়ি কিনেছিলেন শ্রীদেবী। সেই বাড়িতেই শৈশবের স্মৃতিকে আটকে রেখেছেন শ্রীদেবীকন্যা। যখনই সুযোগ পান কিংবা মায়ের কথা মনে পড়ে, একছুটে চেন্নাইয়ের সেই বাড়িতেই পৌঁছে যান জাহ্নবী। এবার সেই বাড়িকেই হোটেল বানালেন অভিনেত্রী। খবর অনুযায়ী, এআরবিএনবির সাহায্য়ে জাহ্নবী এই বাড়িকেই গেস্ট হাউস বানাচ্ছেন।

জানা গিয়েছে, চেন্নাইয়ে ঘুরতে গেলে এই গেস্ট হাইসে আপনিও থাকতে পারবেন। শ্রীদেবীর স্মৃতি ভরা এই বাড়িতে সময় কাটাতে পারবেন। শুধু তাই নয়, খোদ জাহ্নবী আসবেন, আপনার যত্নআত্তি করতে। ইচ্ছে করলেই আড্ডা মারতে পারবেন শ্রীদেবীকন্যার সঙ্গে। শুধু তাই নয়, খাওয়ার মেনুতে থাকবে শ্রীদেবীর প্রিয় নানা দক্ষিণী খাবার। সূত্রের খবর, ২৫ হাজার টাকা খরচ করলেই আপনি থাকতে পারবেন শ্রীদেবীর এই চেন্নাইয়ের বাড়িতে।

Advertisement

[আরও পড়ুন: অ্যাডভোকেট না গোয়েন্দা? ধরতে পারবেন না ‘অচিন্ত্য আইচ’কে!]

প্রসঙ্গত, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোগপতিও বটে। তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। তাঁরা নিজেরা কখনও সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এবার বাবা বনি কাপুরই সেই জল্পনায় সিলমোহর দেন। বলিপাড়ার প্রবীণ প্রযোজক বলেন, “শিখরকে আমি ভালোবাসি। বছর খানেক আগেও যখন শিখরের সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল না, তখনও ও আমার ভালো বন্ধু ছিল। আমি জানি ও কখনও জাহ্নবীকে ছেড়ে যাবে না। অর্জুন হোক বা জাহ্নবী, সকলের সঙ্গে যোগাযোগ রাখে শিখর। মিলেমিশে থাকে। শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটাকে আমি আশীর্বাদ বলে মনে করি।”

Advertisement

[আরও পড়ুন: ‘বিদেশে খেলোয়াড়দের পাশে দাঁড়ায় রাষ্ট্র, আর এদেশে…’ প্রশ্ন তুলল ‘দাবাড়ু’র ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ