Advertisement
Advertisement
Mamata Banerjee

‘দিদি, CCL ট্রফিটা তোমার বাড়িতে রাখব’, মমতার কাছে আবদার যিশুর

আগামী বছর সেলিব্রিটি ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ ইডেনে করার জন্য আর্জি যিশুদের।

Jisshu Sengupta wants to keep CCL trophy at Mamata Banerjee's residence
Published by: Sandipta Bhanja
  • Posted:March 24, 2024 5:00 pm
  • Updated:March 24, 2024 5:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটি ক্রিকেট লিগে ভারতসেরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ৯ বারের ব্যর্থতার পর শেষমেশ জয়ের হাসি হেসেছে ‘বেঙ্গল টাইগার্স’। সেই প্রেক্ষিতেই শনিবার বিকেলে মুখ্যমন্ত্রীর ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে বাংলার বাঘদের সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দিদি’র এমন উদ্যোগে আপ্লুত ক্যাপ্টেন যিশু সেনগুপ্ত-সহ গোটা টিম। আর সেখানেই মমতার কাছে বিশেষ আবদার রাখলেন তিনি।

Advertisement

মুখ্যমন্ত্রীর ডাকেই শনিবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে সিসিএল ট্রফি নিয়ে হাজির হয়েছিলেন যিশুরা। সেখানে প্রত্যেককেই বাংলার ঐতিহ্যবাহী তাঁতের উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান মমতা। একের পর এক সকলের সঙ্গে পরিচয় করলেন তিনি। যিশু, বনি সেনগুপ্ত, জ্যামি বন্দ্যোপাধ্যায়রা সকলেই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন। বাংলার তারকাদের এমন সাফল্যে খুশি হয়ে মমতা যখন তাঁদের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই শেষপাতে যিশু সেনগুপ্তর আবদার, “দিদি ট্রফিটা তোমার বাড়িতে রাখব।”

Advertisement

[আরও পড়ুন: ‘বীর-জারার জয়’, IPL ম্যাচে ভক্তদের নস্ট্যালজিয়া উসকে দিলেন শাহরুখ-প্রীতি]

সেলিব্রিটি ক্রিকেট লিগের সোনালি ট্রফি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন অধিনায়ক যিশু সেনগুপ্ত। এই ট্রফির রেপ্লিকা আলিপুর মিউজিয়ামে রাখার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। এখানেই অবশ্য শেষ নয়! এরপরই যিশুর আর্জি, “দিদি সব দল স্টেটের মাঠ পায়, আমরা পাইনি। এবার আমাদের ইডেন গার্ডেন্স চাই।” ব্যস, অমনি চ্যাম্পিনদের কথা শুনে অরূপ বিশ্বাসকে তলব করেন মমতা। যিশুর টিমকে আশ্বস্ত করে তিনি বলেন, “তোমরা জিতেছো, এটা তো তোমাদের প্রাপ্য। নিশ্চয় পাবে।” আগামী বছর জানুয়ারি মাসে হবে সিসিএলের প্রথম ম্যাচ। যেখানে বেঙ্গল টাইগার্স টিমের মুখোমুখি হবে সোহেল খানের মুম্বই হিরোস। সেই ম্যাচ যেন ইডেনেই হয়, সেটাই মমতার কাছে আর্জি রেখেছিলেন যিশু সেনগুপ্তরা। তাতে সায় দেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই গোটা টিম খুশি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

[আরও পড়ুন: বর্ধমান থেকে সাইকেল চালিয়ে কলকাতায় অঙ্কুশের ভক্ত, কী আবদার ‘মির্জা’র দরবারে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ