BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ফ্যাশন শোয়ের র‌্যাম্পে নজরকাড়া যিশুর মেয়ে সারা, ছোট্ট ‘উমা’কে দেখে আপ্লুত সৃজিত

Published by: Akash Misra |    Posted: March 31, 2023 9:21 am|    Updated: March 31, 2023 11:57 am

jisshu senguptas daughter sara-walks ramp in christian dior| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিতের ছোট্ট উমা, এখন নজরকাড়া মডেল! আর তা দেখে আপ্লুত পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় খোদ। তাই তো সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে আবেঘঘন পোস্ট করলেন তিনি। লিখলেন, আমার ছোট্ট উমা…!

সৃজিতের ‘উমা’ ছবিতে অভিনয় করেছিলেন সারা।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হয়ে র‍্যাম্পে হাঁটলেন টলিউড অভিনেতা যিশু সেনগুপ্তর মেয়ে সারা। এখন তাঁর বয়স ১৮। গোটা বিশ্ব থেকে ১০০ জন মডেলকে বাছা হয়েছিল এই র‍্যাম্পে হাঁটার জন্য। সেখানেই জায়গা করে নিলেন যিশুর মেয়ে। আর তাতে গর্বিত পরিচালক সৃজিত। কেননা, এই সৃজিতের হাত ধরেই সিনেমার পর্দায় দেখা গিয়েছিল ছবির উমা অর্থাৎ যিশুকন্যাকে। সারার র‍্যাম্পে হাঁটার ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, ”আমার ছোট্ট উমা! ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে মনোনীত হয়েছে সে! বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকেন, সেখানে এসেছে আমাদের উমা। দারুণ আত্মবিশ্বাস নিয়ে সে হাঁটল র‍্যাম্পে। সবটাই সে করেছে নিজের চেষ্টায়। আমি গর্বিত।”

[আরও পড়ুন: ফের আসছে ‘কফি উইথ করণ’, নতুন সিজনের প্রথম এপিসোডেই অতিথি শাহরুখ! ]

মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই ক্রিশ্চিয়ান ডিওরের এই ফ্যাশন শো অনুষ্ঠীত হয়। দেশ-বিদেশ থেকে ফ্য়াশন দুরস্ত মানুষ হাজির হয়েছিলেন এই শো দেখতে। সেই রোশনাইয়ে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটলেন বাংলার মেয়ে সারা। শুধু সৃজিতই নন, উচ্ছ্বসিত টলিপাড়াও।

[আরও পড়ুন: ‘ময়দানে’র ঝলকে চমক অজয় দেবগনের, টিজারে না থাকলেও শেয়ার করলেন রুদ্রনীল ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে