Advertisement
Advertisement
Sitaare Zameen Par

প্রিমিয়ারে আশা ভোঁসলের পা ছুঁয়ে আশীর্বাদ জুহির, ‘সিতারে জমিন পর’ কেমন লাগল?

মুখোমুখি কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ও অভিনেত্রী জুহি চাওলা।

Juhi Chawla and Asha bhoshle together in Sitaare Zameen Par premier
Published by: Arani Bhattacharya
  • Posted:June 20, 2025 5:52 pm
  • Updated:June 20, 2025 6:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মুম্বইয়ে আমিরের ছবি’ সিতারে জমিন পর’ এর গ্র্যান্ড প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। এই ছবির প্রিমিয়ারে এদিন এসেছিলেন একঝাঁক তারকা। আর সেখানেই মুখোমুখি কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ও অভিনেত্রী জুহি চাওলা। কুশল বিনিময়ের পর আশার পা ছুঁয়ে প্রণাম করলেন জুহি। এরপর জুহিকে আশীর্বাদ করে জড়িয়ে ধরেন আশা ভোঁসলে। একইসঙ্গে সৌজন্য বিনিময় পর্ব চলে জুহি ও আশা ভোঁসলের নাতনির মধ্যেও। সঙ্গে ছিলেন আমির খানও। এদিন জুহি সেজেছিলেন সাদা সালোয়ার কামিজে। আশা ভোঁসলে সেজেছিলেন আইভরি রঙের শাড়িতে।

Advertisement

আমিরের ছবির প্রশংসা করেছেন দু’জনেই। এছাড়াও এদিন ‘সিতারে জমিন পর’ ছবির প্রিমিয়ারে এসেছিলেন কিং খান, রেখা, সলমন খান, ভিকি কৌশল প্রমুখ। প্রত্যেকেই এই ছবির প্রশংসা করেছেন। ছবি দেখতে দেখতে আবেগে চোখের জলে ভেসেছেন বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার। সংবাদমাধ্যমকে ছবি দেখার পর তাঁদের অনুভূতি ঠিক কেমন তা জানিয়েছেন, রাজকুমার হিরানি থেকে আলি ফজল, হিমেশ রেশমিয়া প্রত্যেকেই। এই ছবি দেখে সকলেই মুগ্ধ।

 

তিন বছর পর বড়পর্দায় আমিরের প্রত্যাবর্তন। নিজের এই ছবি নিয়ে অনেক বেশি যত্নশীল হয়েছেন তিনি। মুক্তির আগে তাঁর ছবি ‘সিতারে জমিন পর’ যতই বিতর্কে জড়াক না কেন প্রচারে তিনি কোনও খামতি রাখেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement