Advertisement
Advertisement
Leena Manimekalai

‘কালী’ তথ্যচিত্রের পোস্টার বিতর্ক! পরিচালককে গ্রেপ্তার করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট

পোস্টারে দেবী কালীর বেশে শিল্পীকে ধুমপান করতে দেখা যায়। তা নিয়েই শুরু হয় বিতর্ক।

Kaali Poster Controversy: SC protects filmmaker Leena Manimekalai from arrest over | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 20, 2023 5:05 pm
  • Updated:January 20, 2023 5:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার বিতর্কের জেরে পরিচালক লীনা মণিমেকালাইকে (Leena Manimekalai) গ্রেপ্তার করা যাবে না। তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপও নেওয়া যাবে না। এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

Kaali

Advertisement

২০২২ সালে লীনা পরিচালিত ‘কালী’ (Kaali) তথ্যচিত্রের পোস্টার প্রকাশ্যে আসে। তারপর থেকেই ধীরে ধীরে নেটিজেনদের একাংশের মধ্যে ক্ষোভ জমতে শুরু করে। পোস্টারে দেখান যায় দেবী কালীর (Goddess Kaali) বেশে এক অভিনেত্রীর হাতে সিগারেট। পিছনে এলজিবিটিকিউ-র রেনবো পতাকাও ব্যবহার করা হয়। তাতেই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে। পরিচালকের বিরুদ্ধে একাধিক অভিযোগও দায়ের হয়।

[আরও পড়ুন: কাটল জটিলতা, ফেব্রুয়ারিতেই কলকাতায় অরিজিতের কনসার্ট, জানেন কোথায়?]

লীনা মণিমেকালাইয়ের মুণ্ডচ্ছেদের হুমকি দিয়েছিলেন অযোধ্যার হনুমান গঢ়ি মন্দিরের মহন্ত রাজু দাস। তথ্যচিত্র প্রকাশিত হলে পরিণাম মারাত্মক হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর মধ্যেই এবার ধর্ষণের হুমকি পান লীনা। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে পরিচালক অভিযোগ করেন, তাঁকে অকথ্য ভাষায় গালি দেওয়া হয়েছে। তারপরই লোহার রড ঢুকিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। 

Leena Manimekalai

বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে নিজের বয়ান রেকর্ড করেন মণিমেকালাই। সূত্রের খবর, আদালতকে পরিচালক জানিয়েছেন কারও ভাবাবেগে আঘাত করার জন্য এই তথ্যচিত্র বা পোস্টার তৈরি করেননি। পরিচালকের বয়ান রেকর্ড করার পরই বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার বিতর্কে পরিচালক লীনা মণিমেকালাইকে গ্রেপ্তার করা যাবে না। তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক ব্যবস্থাও নেওয়া যাবে না। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তে, পরিচালক এবং তাঁর অনুরাগীরা কিছুটা হলেও স্বস্তি পেলেন।

[আরও পড়ুন: ‘এখন বলে লাভ নেই, অনেক দেরি হয়ে গিয়েছে!’ বয়কট ‘পাঠান’ নিয়ে মোদির বক্তব্যকে কটাক্ষ অনুরাগের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement