Advertisement
Advertisement
Kamlesh Awasthi

প্রয়াত সঙ্গীতশিল্পী কমলেশ অবস্তি

'ভয়েস অফ মুকেশ' নামেও জনপ্রিয় ছিলেন শিল্পী।

Kamlesh Awasthi, Gujarat's 'Voice of Mukesh', Passes Away
Published by: Akash Misra
  • Posted:March 29, 2024 6:11 pm
  • Updated:March 29, 2024 6:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হিন্দি ছবির জনপ্রিয় সঙ্গীতশিল্পী কমলেশ অবস্তি। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮। আহমেদাবাদে নিজের বাড়িতেই মৃত্য হয় শিল্পীর। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কমলেশ অবস্তি।

১৯৪৫ সালে জন্ম হয় শিল্পী কমলেশের। ভাবনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। তবে সঙ্গীতের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই। একটু বড় হওয়ার পর গুরু ভার্বাই পাণ্ডের তত্ত্বাবধানে গানের তালিম নিতেন শিল্পী। তবে ‘ট্রিবিউট টু মুকেশ’ অ্যালবামের হাত ধরেই প্রথম জনপ্রিয়তা অর্জন করেন। কিংবদন্তি গায়ক মুকেশের সঙ্গে তাঁর কণ্ঠের সাদৃশ্য খুঁজে পায় সাধারণ মানুষ। আর সেই কারণেই, শিল্পীর আরেক নাম ‘ভয়েস অফ মুকেশ’। রাজ কাপুরের খুবই প্রিয় শিল্পী ছিলেন তিনি। শুধু সিনেমার জন্য নয়। নানা সঙ্গীত আড্ডাতেও রাজ কাপুরের সঙ্গে নিমন্ত্রিত থাকতেন। রাজের অনুরোধে পারিবারিক জলসাতেও বহু গান গেয়েছেন কমলেশ। 

Advertisement

[আরও পড়ুন: ২৫০ কোটির মালকিন রণবীর-আলিয়ার মেয়ে রাহা! কীভাবে জানেন?]

তবে শুধুই হিন্দি ছবির গান নয়, গুজরাটি ছবির গানেও তাঁর অবদান রয়েছে। ‘গোপিচন্দ জাসুস’ ছবির ‘তেরা সাথ হো’, নসিবের ‘জিন্দেগি ইমতিহান লেতি হে’- র মতো জনপ্রিয় গান গেয়েছেন কমলেশ। কিংবদন্তি শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগত।

Advertisement

[আরও পড়ুন: কঙ্গনার অনুপ্রেরণাতেই রাজনীতিতে কৃতী স্যানন? ভোটের মুখে বড় কথা অভিনেত্রীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ