BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ভারতীয়দের নিজেদের ঐতিহ্য সম্পর্কেই জ্ঞান নেই’! নেটপাড়াকে ‘সবক’ শেখালেন কঙ্গনা

Published by: Sandipta Bhanja |    Posted: June 5, 2023 4:13 pm|    Updated: June 5, 2023 4:13 pm

Kangana Ranaut schools people calling her traditional headpiece crown | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই বিতর্কের শিরোনামে বলিউড ক্যুইন। কখনও বিস্ফোরক মন্তব্য করে, আবার কখনও বা অযাচিতভাবে খান-কাপুরদের কটুক্তি করে নেটপাড়ায় ট্রেন্ডিং হন অভিনেত্রী। এবার সাজপোশাক নিয়ে নেটিজেনজের পাঠ পড়ালেন কঙ্গনা। ভর্ৎসনা করে তাঁর মন্তব্য, “ভারতীয়দের নিজেদেরই তো নিজেদের ঐতিহ্য সম্পর্কে জ্ঞান নেই।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

[আরও পড়ুন: ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মনখারাপ ইউটিউবার ক্যারি মিনাতির, দিলেন ১৩ লক্ষ টাকা অনুদান]

এবার কেন খেপলেন কঙ্গনা রানাউত? আসলে রংবাহারি লেহেঙ্গা পরে একাধিক ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই সাজপোশাকে নজর কাড়ে কঙ্গনার মাথার গয়না। যা কিনা অনেকটা মুকুটের মতোই দেখতে। অভিনেত্রীর সেই সাজ নিয়ে লেখালেখি হয় বেশ কিছু সংবাদমাধ্যমে। যেখানে ওই গয়নাকে মুকুট বলে উল্লেখ করা হয়। আর সেটি নজরে পড়তেই খেপে যান কঙ্গনা। অতঃপর নেটপাড়াকে ‘সবক’ শেখাতেও ছাড়লেন না তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

[আরও পড়ুন: গোধরা নিয়ে BJP-কে খোঁচা মমতার! পালটা ‘খিলাফৎ ভোট ব্যাংকে’র কথা বিবেকের মুখে]

নেটিজেনদের ভুল শুধরে দিয়ে কঙ্গনা রানাউতের মন্তব্য, “এটা কোনও মুকুট নয়। আমি মাথায় যেটা পরে রয়েছি সেটা ভারতের ঐতিহ্যশালী এক গয়না। যা হিমাচল, পাঞ্জাবে ভীষণ প্রচলিত। পাঞ্জাবে এই গয়নাকে বলা হয় ‘সাগ্গি ফুল’ আর হিমাচলে বলে ‘চাক’। ভারতীয়রা নিজেরাই নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানে না। ভীষণ বিরক্তিকর।” এরপর নিজের ইনস্টা স্টোরিতে সেসব গয়নার নমুনার ছবিও শেয়ার করেন তিনি।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে