Advertisement
Advertisement

হিন্দু দেবীর ছবি পোস্ট করে বিপাকে হলিউড গায়িকা

আপত্তি উঠেছে ছবির ক্যাপশন নিয়ে৷

Katy Perry sparks row by posting image of goddess Kali on Instagram
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 20, 2017 8:11 am
  • Updated:October 14, 2019 7:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুড ভাল নেই৷ তাই বলে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করে বসবেন! যার জেরে গোটা ভারচুয়াল জগত তোলপাড়৷ আর হলিউডের বাসিন্দা হয়েও তাঁকে পড়তে হবে ভারতীয়দের সমালোচনার মুখে৷ একথা বোধহয় ঠিক বুঝতে পারেননি মার্কিন গায়িকা কেটি পেরি৷ সেই কারণেই নিজের ‘মুড’ জাহির করতে দেবী কালীর এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে বসেন তিনি৷ আর ক্যাপশনে লেখেন, ‘কারেন্ট মুড’৷

current mood

Advertisement

A post shared by KATY PERRY (@katyperry) on

Advertisement

একদিন আগে করা কেটির এই পোস্টেই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়৷ গায়িকার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে৷ কেউ দেবী কালীর মাহাত্ম্য বেশ ভাল করে বুঝিয়ে দিয়েছেন, কেউ আবার ব্যঙ্গ করে লিখেছেন, ‘জিও’র বিনামূল্যের পরিষেবার কারণে অনেকেই বাজে বকার সুযোগ পেয়ে যাচ্ছেন৷ কেউ আবার তাঁকে খুব শিগগিরিই ‘মুড’ পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন৷ সবাই অবশ্য সমালোচনা করেননি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী গায়িকাকে৷ হিন্দু ধর্মের প্রতি তাঁর এই অনুরাগের প্রশংসা করেছেন কেউ কেউ৷ বিদেশি বলেই কেন দেবী কালীর ছবি কেটি দিতে পারবেন না? তুলেছেন সেই প্রশ্নও৷

[সোনু নিগমের পাশে দাঁড়িয়ে ইমামদের ‘মিথ্যাবাদী’ বললেন তসলিমা]

ভালমন্দে এখনও ইনস্টাগ্রামে স্বমহিমায় বিরাজমান রয়েছে কেটির এই পোস্ট৷ তবে এ বিষয়ে আর কোনও প্রতিক্রিয়া জানাননি মার্কিন গায়িকা৷ তাঁর বহুল চর্চিত ‘মুড’-এর পরিবর্তন হয়েছে কিনা, সে বিষয়েও কিছু জানা যায়নি৷

[আপনার লেবু জলের গেলাসে টুকরো বরফখানা মর্গ থেকে আনা নয়তো!]

গায়িকা হিসেবে জীবনের শুরুটা কেটি করেছিলেন কিশোরী বয়সেই৷ চার্চে গসপেল ঘরানার গান গাইতেন তিনি৷ কিন্তু পরবর্তীকালে নিজের গানের আঙ্গিক পাল্টে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি৷ এক নয় চার-চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রয়েছে তাঁর ঝুলিতে৷ ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত হলিউডের সংগীত জগতে তিনিই সবচেয়ে বেশি রোজগেরে গায়িকা৷ প্রায় সাড়ে ১২ কোটি ডলার৷ এরপরও কেন গায়িকার মুড ভাল নেই? সেই প্রশ্নের উত্তর একমাত্র তিনিই দিতে পারবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ