৫ চৈত্র  ১৪২৯  সোমবার ২০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ঋতুপর্ণা জিলিপির থেকেও প্যাঁচালো! হঠাৎ এমন কেন বললেন খরাজ?

Published by: Akash Misra |    Posted: May 4, 2022 9:01 pm|    Updated: May 6, 2022 5:26 pm

Kharaj Mukherjee Define Rituparna Sengupta As Popular Sweet Amriti | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল: ২০১৫ তে ‘বেলাশেষে’ আর ২০২২-এ ‘বেলাশুরু’ (Belashuru)। মাঝে কেটে গিয়েছে ৭ বছর। এই সাত বছরে অনেকটাই পালটে গিয়েছে বাংলা সিনেমার প্রকার। কিন্তু একটুও পালটে যাননি ‘বেলাশেষে’ ছবির ‘বড় জামাই’ খরাজ মুখোপাধ্যায়। তেমনিই রসিক, তেমনই মজার। তিনি টুক করে মুখ খুললেই হাসিতে লুটিয়ে পড়ে গোটা পরিবার। এই যেমন দেখুন, হঠাৎ করে কথা নেই, বার্তা নেই ‘বেলাশুরু’র অভিনেতা, অভিনেত্রীদের একটা করে নাম দিয়ে ফেললেন তিনি। যেহেতু নিজে মিষ্টি ভাল খান, সেহেতু খরাজ তাঁদের নাম দিলেন মিষ্টির নামেই! 

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘বেলাশুরু’ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে টলিউডে। এই ছবির ‘টাপাটিনি’ গান তো এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আর ঠিক সেই সময়ই নতুন প্রচার ভিডিওতে রীতিমতো বোমা ফাটালেন খরাজ!

তা কাকে কী নাম দিলেন তিনি? কেনই বা দিলেন? 

খরাজ মুখোপাধ্য়ায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম দিলেন রাবড়ি! স্বাতীলেখা সেনগুপ্তর নাম দিলেন পান্তুয়া। বাদ পড়লেন না পরিচালক নন্দিতা রায়ও। খরাজের ভাষায় নন্দিতা হলেন নলেন গুড়! আর শিবপ্রসাদ? জলভরা সন্দেশ, কারণ শিবপ্রসাদের বাইরেটা শক্ত, মনটা নরম। খরাজের কাছে অপরাজিতা আঢ্য হলেন রসগোল্লা। অপরাজিতার হাসিটাই রসগোল্লার সমান। খরাজের কথায় শুটিং ফ্লোর মাতিয়ে রেখেছিল এই হাসিই।

অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর নাম দিলেন চমচম। তবে ঋতুপর্ণার নাম আসতেই রীতিমতো বোমা ফাটালেন খরাজ। ‘বেলাশুরু’র বড় জামাইয়ের কথায়, জিলিপি! টুক করে আবার নাম পালটেও ফেললেন খরাজ। তাঁর কথায়, জিলিপিতে তো কম প্যাচ থাকে,  তাই অমৃতি! কী যে প্ল্যানে চলে ঋতুপর্ণা, কী যে করতে পারে বোঝা শক্ত! কী যে আছে ঋতুপর্ণার মনের মধ্যে তা বোঝা খুব কঠিন। এই জন্য অমৃতি।

খরাজের কাছে মনামী ঘোষ হলেন বোঁদে কিংবা মিহিদানা। প্রদীপ ভট্টাচার্য হলেন বহরমপুরের ছানাবড়া বা কালোজাম। অন্দিন্দ্য হলেন, পুরীর জিভে গজা। ওর ভিতরে যে কী রয়েছে, তা বোঝা দায়! একটু রহস্যজনক। বাদ পড়লেন না সুজয় চট্টোপাধ্যায়। খরাজের কাছে সুজয় হলেন কালাকাঁদ। খরাজের কাছে শংকর চক্রবর্তী হলেন মোরব্বা।

গত শনিবার প্রকাশ্যে এসেছে ‘বেলাশুরু’র ট্রেলার। এই ছবির মধ্যে দিয়ে বাঙালি যে ফের বাঙালিয়ানাকে ফিরে পেতে চলেছে তাঁর ইঙ্গিত পাওয়া গেল ট্রেলারে। সঙ্গে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত জুটির অসামান্য অভিনয়। 

‘বেলাশেষে’ এখনও সকলের মন ছুঁয়ে রয়েছে৷ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের বড়পর্দার সম্পর্ক, সংসার, প্রেম, বন্ধুতা, ভাঙনকে ভালবেসেছিলেন দর্শকরা। সৌমিত্র এবং স্বাতীলেখার দাম্পত্য কাহিনি ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই সিনেমা বাণিজ্যিক সাফল্য পেয়েছিল ভালই৷ ‘বেলাশেষে’ সিনেমায় দেখতে পাওয়া সকলেই মোটামুটি থাকবেন ‘বেলাশুরু’ সিনেমায়৷ এই সিনেমায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, অপরাজিতা আঢ্য, শংকর চক্রবর্তী, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়। আসলে চরিত্রগুলোকে মানুষ এতটাই ভালোবেসে ফেলেছিলেন বলেই তাদের ফের দর্শকের সামনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা। ছবি মুক্তি পাবে ২০ মে।

[আরও পড়ুন: কেন ‘বেলাশেষে’র ৭ বছর পর ‘বেলাশুরু’? ফাঁস করলেন পরিচালক শিবপ্রসাদ-নন্দিতা ]

 

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে