Advertisement
Advertisement
Deepika Ranveer

রণবীর-দীপিকার বিয়ের ৫ বছর পর ফাঁস রাজকীয় বিয়ের ভিডিও, নেপথ্যে করণ জোহর, দেখুন

ঠিক যেন স্বপ্নের মতো!

Koffee With Karan: Deepika Padukone, Ranveer Singh's Wedding Video out | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 26, 2023 10:03 am
  • Updated:October 26, 2023 11:16 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর পর ফাঁস হল রণবীর-দীপিকার বিয়ের ভিডিও। নেপথ্যে করণ জোহর। বলিপাড়ার অন্দরমহলে যিনি বহু তারকাজুটির ‘ম্যাচমেকার’ হিসেবেও পরিচিত। ‘কফি উইথ করণ’-এর নতুন মরসুমের শুরু হতেই রণবীর-দীপিকাকে নিয়ে একেবারে বোমা ফাটালেন পরিচালক তথা শোয়ের সঞ্চালক।

২০১৮ সালে ১৪ নভেম্বর। ইতালির লেক কোমোর এক বিলাবহুল পাঁচতারা হোটেলে এক হয়েছিল রণবীর-দীপিকার চার হাত। কড়া নিরাপত্তায় মুড়ে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আর দু’পক্ষের আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সেরেছিলেন বলিউডের চর্চিত তারকাযুগল। এমনকী, অতিথিদের সকলের মোবাইল ক্যামেরাতেই স্টিকার লাগিয়ে দিয়েছিলেন, যাতে সেই বিশেষ মুহূর্ত কেউ ফ্রেমবন্দি করতে না পারেন। পরে অবশ্য বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে নিয়ে এসেছিলেন রণবীর-দীপিকা, তবে তাঁদের ওয়েডিং ভিডিও দেখার জন্য এতদিন হা পিত্যেশ করছিলেন অনুরাগীরা! শেষমেশ ইচ্ছেপূরণ।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: মল্লিক বাড়িতে জমজমাট সিঁদুরখেলা, রঙিন মুহূর্ত শেয়ার করলেন কোয়েল, দেখুন]

‘কফি উইথ করণ’-এক অষ্টম মরসুমের প্রথম অতিথি ছিলেন রণবীর-দীপিকা। ২৫ অক্টোবরই সেই পর্ব প্রকাশ্যে আসে। সেই শোয়েই তারকাদম্পতির রাজকীয় বিয়ের ভিডিও দেখা গেল। রণবীর-দীপিকার একে-অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, দুই পরিবারের চোখে বর-কনের দুষ্টু-মিষ্টি প্রেম… যাবতীয় রসদে ঠাসা রণবীর-দীপিকার বিয়ের ভিডিও। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ করণ জোহরও। অনুরাগীরাও ততোধিক উচ্ছসিত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vishal Punjabi (@theweddingfilmer)

[আরও পড়ুন: ‘ছোট্ট টিপ হালকা লিপস্টিক’! ১০০ বছরের পুরনো শাড়িতেই বিজয়া পালন রিয়া চক্রবর্তীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ