Advertisement
Advertisement
Tollywood

ভোটের মরশুমে ধাক্কা খাবে বিগ বাজেট ছবির ব্যবসা! কী বলছে টলিউড?

মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু বলিউডের বিগ বাজেট ছবিও।

Lok Sabha 2024: many Tollywood movies release date will clash with Election dates
Published by: Akash Misra
  • Posted:March 19, 2024 9:18 am
  • Updated:March 19, 2024 8:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশজুড়ে এখন শুধুই ভোটের হাওয়া। সবার চোখই এখন আসন্ন লোকসভার দিকে। নির্বাচনের তারিখ নির্ধারন হওয়ার পর থেকে ভোট জ্বরে কাবু গোটা দেশ। কিন্তু এরই মাঝে কপালে চিন্তার ভাঁজ দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির। কেননা, ভোটের মরশুমে একাধিক বিগ বাজেট ছবির মুক্তি। ভোটের হাওয়ায় মেতে থাকা দর্শকদের এই ছবিগুলো কতটা হলমুখি করতে পারবে তা নিয়ে বেশ চিন্তিত পরিচালক থেকে প্রযোজক। আসুন চোখ রাখা যাক টলিপাড়ার অন্দরে।

গত বছরের শেষেই অঙ্কুশ জানিয়ে দিয়েছিলেন তাঁর প্রযোজিত ছবি ‘মির্জা’ মুক্তি পেতে চলেছে এপ্রিল মাসে। ইদকে মাথায় রেখেই এই ছবি মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। ইতিমধ্য়েই নজর কেড়েছে ‘মির্জা’ ছবির ট্রেলার ও গান। তা ভোটের ঠিক আগে এই ছবি মুক্তি পেলে ব্যবসার ক্ষতি হবে না তো? অঙ্কুশ জানিয়েছেন, ”ভোট খুব একটা প্রভাব ফেলতে পারবে না মনে হয়। কেননা, ১৯ এপ্রিল অর্থাৎ ভোটের ১০ দিন আগে ছবি রিলিজ। আশা করা যায় একদিনেই ছবির ট্রেন্ড বুঝতে পারব। তবে কলকাতায় তো জুন মাসে ভোট, তাই খুব একটা অসুবিধা হবে না।” মির্জা নিয়ে যে অঙ্কুশ আত্মবিশ্বাস তা অভিনেতা বুঝিয়ে দিলেন হাভেভাবে। অন্যদিকে, টলিউডের প্রথম হাইটেক ছবি ‘বুমেরাং’-এর রিলিজ মে মাসে। জিতের এই ছবি ইতিমধ্যেই হাওয়া গরম করেছে টলিপাড়ার। ভোটের কারণে এই ছবির কী মুক্তি পিছিয়ে যাবে? ছবির পরিচালক সৌভিক কুণ্ডু অবশ্য মুক্তি পিছিয়ে নেওয়ার ব্যাপারে মন্তব্য করেননি। তাঁর কথায়, ”আপাতত আমরা পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত। বাদ বাকি সিদ্ধান্ত প্রযোজকের।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

Advertisement

তবে শুধু অঙ্কুশ বা জিতের ছবি নয়। মে মাসে মুক্তি পেতে পারে রাখি গুলজার অভিনীত বক্স অফিসের গেম চেঞ্জার পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘আমার বস’। শিবপ্রসাদ জানিয়েছেন, ”এর আগেও ভোটের মরসুমে আমাদের ছবি মুক্তি পেয়েছে। ২০১৪ সালে ‘রামধনু’, ২০১৯ সালে ‘কণ্ঠ’। দারুণ ব্যবসা করছিল। তাই খুব একটা দুশ্চিন্তায় নেই।”

তালিকায় রয়েছে টলিউডের ফার্স্টবয় নামে জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। তাঁর পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা মে মাসেই। এই ছবির প্রযোজক ফিরদৌসুলের মতে, ”সমাজের সব শ্রেণির মানুষ কিন্তু ভোট নিয়ে মেতে থাকে না। ভোটের দিন হয়তো বক্স অফিসের ফলাফল একটু কমবেশি হতে পারে। সাধারণ মানুষ কিন্তু ভোট দেওয়ার পর টুক করে হলে গিয়ে ছবি দেখতেই পারেন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

ভোটের মরশুমে মুক্তি পাবে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ‘দরদ’। ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার বাদশা শাবিক খান। এই ছবির পরিচালক মামুন স্পষ্ট জানালেন, ”ভোটের প্রভাব বক্স অফিসের উপর পড়তেই পারে। তাই এপ্রিল মাসে আমরা সিদ্ধান্ত নেব, এই ছবির রিলিজ ডেট নিয়ে”।

শোনা এও যাচ্ছে, অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ছবি ‘অথৈ’ ইদ এবং পয়লা বৈশাখকে মাথায় রেখে মুক্তির পরিকল্পনা চলছিল। কিন্তু লোকসভা ভোটের কারণে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিতে অর্ণ অভিনয়ও করেছেন। রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকারের মতো তারকা। 

[আরও পড়ুন: কার সুরে মুগ্ধ ‘দাদা’ সৌরভ? হোলি স্পেশাল এপিসোডের আগাম ঝলকেই ফাঁস তথ্য]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

তবে শুধুই টলিপাড়া নয়, চিন্তায় রয়েছে বলিউডও। এপ্রিল, মে মাসে বলিউডের ঝুলিতেও রয়েছে বেশ কিছু বিগ বাজেট ছবি। যার মধ্যে রয়েছে অক্ষয়-টাইগার শ্রফের ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞা’, ‘লাভ সেক্স অউর ধোকা’, ‘ময়দান’, ‘সিংহম এগেইন’-এর মতো ছবি।

কয়েকদিন আগেই দেখা যায় টেলিভিশনে ধারাবাহিকের টিআরপিও নিম্নমুখী। তথ্য বলছে, ভোটের খবরের বাড়বাড়ন্তর জন্যই এমনটা ঘটছে। তবে নেটফ্লিক্স, আমাজনের মতো ওটিটি সংস্থার দাবি ভোটের মরসুমের তাদের দর্শকসংখ্য়ায় কোনও ঘাটতি হবে না। আর সেই কারণেই ভোটের মরশুমেই একাধিক নতুন সিরিজ ও সিনেমার ঘোষণা করতে চলেছে আমাজন ও নেটফ্লিক্সের মতো ওটিটি সংস্থা।

[আরও পড়ুন: শিক্ষা দুর্নীতি থেকে রবিনা ট্যান্ডনের সঙ্গে আইনি যুদ্ধ, সব নিয়ে খোলামেলা আড্ডায় চন্দন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ