সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বলছেন এত হিংসা-হানাহানি দেখানোর দরকার কী ছিল? কেউ আবার বলছেন এ তো শুধুমাত্র সিনেমা, তাই শৈল্পিক স্বাধীনতা থাকা উচিত। দেখা না দেখা ব্যক্তিগত সিদ্ধান্ত। ‘অ্যানিম্যাল’ (Animal Film) নিয়ে নানা মুনির নানা মত। এবার মুখ খুললেন ববি দেওলের চরিত্র আব্রারের তৃতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করা মানসী তক্ষক (Mansi Taxak)।
ছবির একটি দৃশ্যে ভাইয়ের মৃত্যুসংবাদ আনা ব্যক্তিকে খুন করে আব্রার। তার পরই সারা শরীরে রক্তমাখা অবস্থায় তৃতীয় স্ত্রীকে ধর্ষণ করে। এমন দৃশ্য নিয়ে প্রবল বিতর্ক হয়েছে। নারীদের ছবিতে যৌনপুতুল হিসেবে দেখানো হয়েছে, এই অভিযোগও উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতেই মুখ খুললেন মানসী।
এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মানসী জানান, এই দৃশ্য ববি দেওলের চরিত্রের জান্তব প্রবৃত্তি দেখানোর জন্য প্রয়োজন ছিল। দর্শক যাতে বুঝতে পারে একজন মানুষ কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে এবং তার মধ্যে কীভাবে ‘অ্যানিম্যাল’ লুকিয়ে থাকে।
View this post on Instagram
অবশ্য তর্ক-বিতর্ক যাই হোক, বক্স অফিসে রমরমিয়ে চলছে রণবীর কাপুর, ববি দেওল অভিনীত ‘অ্যানিম্যাল’। মুক্তির দশ দিনের মধ্যেই ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি। ইতিমধ্যেই ছবির পার্ট ২ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। তা নাকি আরও রক্তাক্ত হতে চলেছে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.