Advertisement
Advertisement

Breaking News

Sanjay and Arshad movie

ফের বড়পর্দায় সঞ্জয়-আরশাদ জুটি, ‘মুন্নাভাই’ সিরিজের নতুন ছবি? পোস্টার ঘিরে তুঙ্গে জল্পনা

বৃহস্পতিবারই পোস্টারটি শেয়ার করেছেন সঞ্জয়।

Munnabhai duo Sanjay Dutt and Arshad Warsi reunited for new movie | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 26, 2023 4:44 pm
  • Updated:January 26, 2023 4:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ দিনে বিশেষ খবর দিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। ফের একবার আরশাদ ওয়ারসির (Arshad Warsi) সঙ্গে জুটি বাঁধছেন তারকা। তাহলে কি মুন্নাভাই ও সার্কিট হয়ে বড়পর্দায় ফিরছেন দু’জন? ছবির পোস্টার দেখার পর এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Munnabhai

Advertisement

২০০৩ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। সেই থেকে বড়পর্দায় মুন্না ও সার্কিটের জুটির সাফল্যের শুরু। দর্শকদের আবদারেই মুন্না ও সার্কিট হিসেবে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসিকে ফিরিয়ে আনেন রাজকুমার হিরানি। ২০০৬ সালে মুক্তি পায় ‘লাগে রহো মুন্নাভাই’। সে ছবিও বক্স অফিসে ভাল ব্যবসা করে। ২০১৬ সালে যখন সঞ্জয় বেআইনিভাবে অস্ত্র রাখা অপরাধে নিজের সাজা কাটিয়ে জেল থেকে বেরিয়ে আসেন, প্রযোজক বিধুবিনোদ চোপড়া ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় সিনেমার ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: ভস্ম মাখা কপাল, চোখে রাগের আগুন, সাধুবেশে এই অভিনেতা কি দেব? গুঞ্জন তুঙ্গে]

সেই থেকে ‘মুন্নাভাই ৩’র অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা। কিন্তু মাঝে আবার সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’র কাজে ব্যস্ত হয়ে পড়েন রাজকুমার হিরানি। তারপর আগে সঞ্জয় দত্তের ক্যানসার ধরা পড়ে। মারণ রোগকে হার মানিয়েছেন তারকা। তারপর সিনেমায় অভিনয় করেছেন বটে, সাফল্যের মুখ এখনও পর্যন্ত দেখেননি।

 

বৃহস্পতিবার সরস্বতী পুজো আবার সাধারণ তন্ত্র দিবসও। বিশেষ এই দিনেই নতুন ছবির পোস্টার প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত। পোস্টারের গারদের পিছনে সঞ্জয় ও আরশাদকে দেখা যাচ্ছে। একেবারে মুন্না ও সার্কিটের মুডেই যেন রয়েছেন দু’জন। তবে ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি। তাই, এখনই নিশ্চিতভাবে এ ছবিকে ‘মুন্নাভাই ৩’ ছবির পোস্টার বলা সম্ভব নয়।

[আরও পড়ুন: গায়ের রং শ্যামলা, পরনে কালো শাড়ি, বাঁ-হাতি সরস্বতীকে পুজো করে চমক শিলাজিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ