BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

নিয়মের উলটপুরাণ, শাশুড়ি ষষ্ঠী করলেন জামাই নীল! দেখুন ভিডিও

Published by: Akash Misra |    Posted: May 25, 2023 2:36 pm|    Updated: May 25, 2023 8:01 pm

Neel Bhattacharya shares special jamaisasthi video on instagram| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম পড়ে নিশ্চয়ই চমকে উঠেছেন! ভাবছেন এ আবার কেমন কাণ্ড, শাশুড়ি-ষষ্ঠী! এতদিন বউমা ষষ্ঠী তো শুনেছেন, কিন্তু শাশুড়ি ষষ্ঠী আবার কী!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। টেলিপর্দার জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, শাশুড়িকে বরণ করে, হাতে হলুদ সুতো পরিয়ে শাশুড়িষষ্ঠীতে মেতে উঠেছেন নীল। এই ভিডিও আপলোড করে নীল লিখলেন, ”এবার জামাইষষ্ঠী জমে যাবে। উদযাপিত হবে অন্যভাবে। জামাইষষ্ঠী নয় শুধুই জামাইদের, সমানভাবে শাশুড়িদেরও…”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trina Saha Bhattacharya (@trinasaha21)

[আরও পড়ুন: বক্স অফিসে ‘ফ্লপের পাহাড়’! ‘ভাগ্য ফেরাতে কেদারনাথে কঙ্গনা?’ উড়ে এল কটাক্ষ]

আসলে এটি একটি বিজ্ঞাপনের ভিডিও। সেই ভিডিও আপলোড করেই শাশুড়িকে সারপ্রাইজ দিলেন নীল। সমস্ত জামাইকেও এমন সারপ্রাইজ দেওয়ার জন্য এগিয়ে আসতে বললেন অভিনেতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)

অন্য়দিকে, ঠিক জামাইষষ্ঠীর আগের দিন বিদেশে উড়ে গিয়েছেন তৃণা। তাই বুধবারই তৃণার বাড়িতে জামাইষষ্ঠী সেরেছেন নীল। পঞ্চব্যঞ্জন দিয়ে কবজি ডুবিয়ে শাশুড়ি মায়ের হাতের রান্না খেয়েছেন নীল। শাশুড়ির সেই আদরেরই পালটা দিলেন অভিনেতা। রীতিমতো নিজের হাতে রান্না করে শাশুড়িকে খাওয়ালেন নীল। 

[আরও পড়ুন: শার্টলেস রণবীরকে দেখে ‘হা’ আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে