সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস’-এর ঘরে গিয়েই বিতর্কের পাত্র হলেন মহেশ ভাট (Mahesh Bhatt)। মেয়ে পূজার সামনেই হাঁটুর বয়সি মণীষা রানির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠল বর্ষীয়ান পরিচালকের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়।
‘বিগ বস’-এর প্রতি মরশুমেই প্রতিযোগীদের সঙ্গে দেখা করতে যান তাঁদের প্রিয়জনেরা। সাধারণ পরিবারের সদস্যরাই রিয়ালিটি শোয়ে ক্ষণিকের এন্ট্রি পান। ‘বিগ বস OTT’র দ্বিতীয় মরশুমের অন্যতম প্রতিযোগী পূজা ভাট। তাঁর বাবা হিসেবে শোয়ে গিয়েছিলেন মহেশ ভাট। কিন্তু গিয়ে নাকি তিনি পূজার থেকে বেশি আরেক প্রতিযোগী মনীষা রানির প্রতি অনুরাগ বেশি দেখিয়েছেন। তাতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল।
মহেশ ভাটকে ঘরে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন মনীষা। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান। ৭৪ বছরের পরিচালক তাঁকে বাঁধা দিয়ে নিজে প্রণাম করতে যান। তার মাথায়, কাঁধে হাত বোলাতে বোলাতে কথা বলতে থাকেন। আর দূরে দাঁড়িয়ে বাবাকে দেখতে থাকেন পূজা ভাট। আরেকটি ভিডিওতে আবার মনীষার হাতে হাত রেখে মহেশ বলতে থাকেন, তাঁর জন্যই নাকি তিনি ‘বিগ বস’-এর ঘরে এসেছেন।
What exactly he is trying to say???#MaheshBhatt #ManishaRani #OMG2 #JailerShowcase #HrithikRoshan #AkshayKumar #actress #ElvishYadav #BBOTT2 #BigBossOTT2 pic.twitter.com/1kgeEW3Opa
— All Shows… (@kapilsharma_369) August 2, 2023
Mahesh Bhatt interaction with Manisha Ranipic.twitter.com/37zCgN5JNc
— #BiggBoss_Tak (@BiggBoss_Tak) August 1, 2023
হাঁটুর বয়সি প্রতিযোগীর সঙ্গে মহেশের এমন আচরণ নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের। কী করার চেষ্টা করছেন ৭৪ বছরের পরিচালক? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার ‘ঠরকি বুডঢা’ বলে কটাক্ষ করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.