BREAKING NEWS

২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

আচমকা কমে গেল রক্তচাপ! শুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতালে অভিনেত্রী Nushrratt Bharuccha

Published by: Akash Misra |    Posted: August 7, 2021 6:30 pm|    Updated: August 7, 2021 6:30 pm

Nusrat Bharucha's health deteriorated on the sets of the film | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাপারটা যে এরকম দিকে গড়াবে, তা আগে থেকে একেবারেই বুঝতে পারেননি বলিউড (Bollywood) অভিনেত্রী নুসরত বারুচা (Nushrratt Bharuccha)। বুঝলে হয়তো নিজের শরীরকে নিয়ে এতটা ঝুঁকি নিতেন না। কিন্তু এখন আর এসব ভেবে লাভ নেই। অবহেলা করে বিপদকে নিজেই ডেকে এনেছেন নুসরত।

কাণ্ডটা হল, সব ঠিকই চলছিল। শুটিং ফ্লোরে পরিচালক লাভ রঞ্জন (Love Ranjan) শট নেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। হঠাৎই অভিনেত্রী নুসরত অনুভব করেন তাঁর শরীরটা মোটেই ঠিক লাগছে না। কেমন দুর্বলতা অনুভব করছেন। শরীরটা একটু বেশি খারাপ লাগায়, পরিচালককে খোলাখুলি ত জানান নুসরত। শুটিং ফ্লোরেই আনা হয় চিকিৎসক। নুসরতের রক্তচাপ মাপা হলে, দেখা যায় তাঁর ব্লাড প্রেশার ৬৫/৫৫! নুসরতের রক্তচাপ দেখে রীতিমতো আঁতকে ওঠেন চিকিৎসক। শরীর আরও খারাপ হওয়ার আগেই চটজলদি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

[আরও পড়ুন: The Empire Trailer: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর হয়ে ওয়েবে ডেবিউ Kunal Kapoor-এর]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nushrratt Bharuccha (@nushrrattbharuccha)

তো এমনটা ঘটল কীভাবে?

এক সংবাদমাধ্যমকে নুসরত জানিয়েছেন, ”আসলে কয়েকদিন ধরেই শরীরটা খারাপ লাগছিল। শুটিং ফ্লোরে এলে দুর্বলতা অনুভব হচ্ছিল। আমি পাত্তা দিচ্ছিলাম না। তবে ব্যাপারটা এতটা বাড়াবাড়ি হবে, বুঝতে পারিনি।” জানা গিয়েছে, নুসরত এখন রয়েছে চিকিৎসকের কড়া নজরে। পরিচালক লাভ রঞ্জন শুটিং থেকে নুসরতকে কয়েকদিন বিরতি নিতেও অনুমতি দিয়েছেন।

লাভ রঞ্জনের ছবি দিয়েই বলিউডে পা রাখেন নুসরত বারুচা। ‘প্য়ার কা পঞ্চনামা’ (Pyar Ka Panchnama) থেকে ‘সোনু কে টিট্টু কি সুইটি’  (Sonu ke tittu ki sweety) – সব ছবিতেই নজর কাড়েন নুসরত।  অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবি ‘রামসেতু’-তেও (Ram Setu) দেখা যাবে নুসরতকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nushrratt Bharuccha (@nushrrattbharuccha)

[আরও পড়ুন: Movie review: নয় অনুভূতি নিয়ে ৯টি ছবি, কতটা জমল মণিরত্নমের Navarasa?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে