Advertisement
Advertisement
Nusrat Jahan

‘ক্ষমতার অপব্যবহার’! সরকারি গাড়ি নিয়ে যশের সঙ্গে শুটিংয়ে নুসরত, চরম বিতর্কে সাংসদ-নায়িকা

নীলবাতির গাড়ি নিয়ে শুটিংয়ে নুসরত! আইন বিরুদ্ধ কাজ করে ফের বিতর্কে অভিনেত্রী।

Nusrat Jahan using government car for shooting, sparks controversy | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 17, 2023 4:45 pm
  • Updated:July 17, 2023 4:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি গাড়ি চেপে যশের সঙ্গে ব্যক্তিগত কাজে ঘুরছেন নুসরত জাহান। আর সেই ছবি ভাইরাল হতেই বিপাকে তিনি! আইন বিরুদ্ধ কাজ করে ফের বিতর্কে সাংসদ-নায়িকা।

রাজ্যের শাসক দলের তারকা সাংসদ তিনি। বসিরহাট প্রশাসনের দায়ভার তার উপর। সিনেদুনিয়ায় ব্যক্তিত্ব হলেও মেপেঝুঁখে পদক্ষেপ করতে হয়! কিন্তু এবার কিনা নীতবাতির গাড়ি নিয়ে শুটিংয়ে যাওয়ায় জোর বিতর্কের মুখে পড়তে হল নুসরত জাহানকে। সেই ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ার একাংশ প্রশ্ন তুলেছেন, ‘সরকারি গাড়ি কেন ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন?’ কেউ বা আবার চরম তাচ্ছিল্যের সুরে কটাক্ষ করে বলছেন- ‘সাংসদ বলে যা ইচ্ছে তাই?’ কেউ কেউ আবার সাংসদ হিসেবে নুসরত জাহানের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন।

Advertisement

সূত্রের খবর, সরকারি গাড়ি করে যশকে নিয়ে মেন্টাল ছবির শুটিং করতে গিয়েছিলেন নুসরত। সম্প্রতি নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছেন যশ-নুসরত। সেই প্রোডাকশন হাউজের প্রথম ছবিতেই জুটি বেঁধেছেন টলিপাড়ার তারকাদম্পতি। পরিচালনায় বাবা যাদব। সদ্য এই সিনেমার শুটিং শুরু হয়েছে। সেখান থেকেই একটি ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে নীলবাতিওয়ালা সরকারি গাড়ির সামনে দেখা যাচ্ছে স্বল্পবসনা নুসরতকে। সঙ্গে রয়েছেন যশ দাশগুপ্তও। গাড়ি থেকে নেমেই সোজা ভ্যানিটি ভ্যানে উঠে যাম তাঁরা। আর সেই দৃশ্য দেখেই নিন্দার ঝড়। অনেকেরই অভিযোগ, ‘এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া কিচ্ছু নয়।’

Advertisement

[আরও পড়ুন: ক্যাটরিনার জন্মদিনে বন্ধু-শ্যালকদের নিয়ে ‘বয় গ্যাং’ ভিকির, পুলে ‘ঝুমকা’ গানে উত্তাল নাচ! দেখুন]

আরও চমকপ্রদ খবর- যে গাড়ি নিয়ে এত বিতর্ক, সেই গাড়িটি নাকি যশ দাশগুপ্তের নামে। আর সেখানেই আইনি গ্যাঁড়াকল! কারণ, ২০১৪ সালের জুন মাসের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিযুক্ত গাড়ি ব্যবহারকারীদের তালিকায় কোথাও সাংসদের উল্লেখ নেই প্রথমত। আর দ্বিতীয়ত, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগ দেওয়া যশ দাশগুপ্তর নাতিদীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে কীভাবে ব্যক্তিগত গাড়িতে নীলবাতি ব্যবহার করার অনুমতি পেলেন তিনি? সেই প্রশ্নও উঠছে।

[আরও পড়ুন: ‘সব ছেড়ে চলে যাব…’, বলছেন জিতু! এদিকে নবনীতার হাতে শাঁখা-পলা দেখে খোঁচা নেটপাড়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ