Advertisement
Advertisement

Breaking News

Raghav Parineeti Wedding Date

আগামী মাসেই পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডার বিয়ে! জানা গেল তারিখ

গত মে মাসে বাগদান সেরেছিলেন অভিনেত্রী-রাজনীতিবিদ।

Parineeti Chopra and Raghav Chadha to tie the knot on this date? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 20, 2023 12:35 pm
  • Updated:August 20, 2023 12:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে মাসে সেরেছিলেন বাগদান পর্ব। বিয়ে কবে? তা নিয়ে এখনও মুখ খোলেননি পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা। কিন্তু বি-টাউনে জোর গুঞ্জন, আগামী মাসেই তরুণ রাজনীতিবিদের সঙ্গে বিয়ে সারবেন বলিউডের ‘ইশকজাদে’ গার্ল।

Raghav-Parineeti-2

Advertisement

মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন আপ নেতা রাঘব (Raghav Chadha) ও পরিণীতি। সেই ছবির সূত্র ধরেই তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আসে। শোনা যায়, অনেক আগে থেকে বন্ধুত্ব রাঘব ও পরিণীতির। ইমতিয়াজ আলি পরিচালিত ‘চমকিলা’ সিনেমার সেটেই দু’জনের মন দেওয়া-নেওয়া হয়। গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে রজনীকান্ত, মুখ্যমন্ত্রী যোগীর পা ছুঁয়ে করলেন প্রণাম, ভাইরাল ভিডিও]

আংটিবদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গিয়েছিলেন পরিণীতি-রাঘব। শোনা যায়, দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয়ভাবে বিয়ে করতে চান পরিণীতি। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’-এই নাকি বিয়ের আসর সেজে উঠবে। আর তা হবে সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ। হ্যাঁ, সূত্রের খবর মানলে, সেদিনই রাঘব-পরিণীতির চারহাত এক হতে চলেছে।

Parineeti Chopra Raghav Chadha wedding to be held at Udaipur's exotic property

আপাতত অভিনেত্রীর হাতে রয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় পরিণীতি সৈকতভ্রমণের ছবি শেয়ার করেছেন। শোনা যাচ্ছে, গোপনেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে পরিণীতির টিম। ওদিকে রাঘব কিছুদিন আগেই রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছে। তবে তাতে বিয়েতে কোনও আঁচ পড়বে না বলেই মনে করা হচ্ছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

[আরও পড়ুন: পরীমণি-রাজ্যর পর এবার রক্তাক্ত মাথা নিয়ে হাসপাতালে শরিফুল রাজ! ভাইরাল ছবিতে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ