Advertisement
Advertisement

Breaking News

Parineeti Chopra Raghav Chadha

রবিবারই মালাবদল, উদয়পুরের বিমানবন্দরে রাঘব-পরিণীতির ‘গ্র্যান্ড এন্ট্রি’, দেখুন ভিডিও

২৪ সেপ্টেম্বর দুপুরেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান।

Parineeti Chopra-Raghav Chadha Wedding: dhol beats; Udaipur airport all set for couple’s grand welcome| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 22, 2023 11:05 am
  • Updated:September 23, 2023 1:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই সাত পাকে বাঁধা পড়বেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ইতিমধ্য়েই সেজে উঠেছে উদয়পুরের লেক প্য়ালেস। শুক্রবার সকাল সকাল উদয়পুরে পৌঁছে গিয়েছেন রাঘব ও পরিণীতি। বিমানবন্দরেই জুটি গ্র্য়ান্ড ওয়েলকাম। উদয়পুরে পা রাখতেই বেজে উঠল ঢোল। ফুলের মালা দিয়েই ‘রাঘনীতি’কে ওয়েলকাম জানাল উদয়পুর। বিমানবন্দরের বাইরে বড়মাপের বিলবোর্ড। আর সেখানেই ফুটে উঠল রাঘব ও পরিণীতির নাম। কালো শার্ট ও নীল জিনসে দেখা গেল রাঘবকে। অন্যদিকে, পরিণীতির পরনে ছিল লাল রঙের গাউন।

Advertisement

গত মে মাসে সম্পন্ন বাগদান। আর ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পরবেন রাঘব চাড্ডা ও পরিণীতি। ইতিমধ্য়েই উদয়পুরের লেক প্যালেসে শুরু বিয়ের তোড়জোড়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাঘনীতির ছাদনাতলা সাজানোর জন্য় কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে নানা রকমের ফুল। গোটা মণ্ডপ নাকি সেজে উঠবে সাদা, হলুদ, লাল ও গোলাপি ফুলে। পরিণীতির পছন্দ গোলাপ। তাই গোলাপের আধিক্য থাকবে ফুলের সাজে।

Advertisement

[আরও পড়ুন: আদিপুরুষ’-এ হয়েছিলেন রাবণের মন্দোদরী, এবার মালদ্বীপের মাদকতায় লাস্যময়ী সোনল]

 

ইতিমধ্য়েই অল্প অল্প করে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। দিল্লিতে রাঘবের বাড়িতে অনুষ্ঠিত হল সুফি নাইট। দুই পরিবারের উপস্থিতিতে জমজমাট এই সুফি নাইট। এদিকে শনিবার রাতেই মার্কিন মুলুক থেকে উদয়পুরে উড়ে আসার কথা ‘দিদি-জমাইবাবু’ প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের। ইতিমধ্যেই প্রিয়াঙ্কার মা মধু চোপড়া যোগ দিয়েছেন অনুষ্ঠানে। 

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খাঁটি পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে। ২৩ সেপ্টেম্বর হবে সঙ্গীত। এদিনই নাকি যোগ দেবেন নিক-প্রিয়াঙ্কা। যার থিম নয়ের দশক। শোনা যাবে নয়ের দশকের বলিউড গান। সূত্র বলছে, ফ্য়াশন ডিজাইনার আবু জানির পোশাকেই এদিন সেজে উঠবেন পরিণীতি। শোনা গিয়েছে, বিয়ের দিন সব্যসাচীর লহেঙ্গায় সেজে উঠবেন পরিণীতি। ২৪ সেপ্টেম্বর দুপুরেই গুরুদ্বারে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। রাতে বড় পার্টিও দেবেন রাঘনীতি।

[আরও পড়ুন: বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী মুম্বই কাঁপাচ্ছেন! চেনেন পত্রালিকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ