Advertisement
Advertisement
Pariniti Chopra

কবে বিয়ে? প্রশ্ন করতেই পরিণীতি যা করলেন…! ভিডিও ভাইরাল

বেশ কয়েকদিন ধরেই বলিউড নায়িকা ও রাজনীতিবিদের প্রেম নিয়ে চর্চা চলছিল।

Parineeti Chopra responds to wedding rumours with Raghav Chadha| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 29, 2023 8:27 pm
  • Updated:March 29, 2023 8:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের কথা শুনতেই লজ্জায় লাল হয়ে উঠলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পাপারাৎজিরা বিয়ে নিয়ে হাজার প্রশ্ন করলেও, তাঁর মুখে কোনও উত্তর নেই। শুধুই মিষ্টি হাসি। তবে সত্য়িই কী রাঘব চড্ডাকে বিয়ে করছেন কিনা তা নিয়ে কিচ্ছুটি বলতে চাননি পরিণীতি। লোকে বলছে, পরিণীতির হাসিতেই লুকিয়ে রয়েছে উত্তর!

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ কাণ্ড থেকে। মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরায় লাঞ্চের জন্য যান দু’জন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, “রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।” বিয়ে করলে সেখবর জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন রাজনীতিবিদ।

Advertisement

[আরও পড়ুন: ফাঁকি নয়, অনুষ্কাকে দিতেই হবে কর! মুম্বই হাই কোর্টকে জানাল সেলট্যাক্স বিভাগ]

অবশ্য, রাজনৈতিক নেতা এবং বলিউড নায়িকার এই প্রেম সম্ভবত খুব নতুন নয়। দু’জনে একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে (London School of Economis)। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন। কিছু কিছু ক্ষেত্রে দু’জনের মিল তাঁদের পরস্পরকে কাছে টেনেছিল। দু’জনেই বিশ্বের বিভিন্ন অচেনা-অখ্যাত জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। তাঁদের মধ্যে সেসব নিয়ে বিস্তর কথাবার্তা হত। যদিও প্রথমে পরিণীতি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করতে চাননি। বারবার বলতেন, তাঁরা শুধু ভাল বন্ধু, অন্য কিছু নয়। আর সেই বন্ধুত্বই সম্পর্কে পরিণত হল। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।

[আরও পড়ুন: মে মাসে ইস্টবেঙ্গল মাঠে মঞ্চ কাঁপাবেন সলমন খান, দেখা করতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement