BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘বিশ্বস্ত মনের মানুষ চাই’, হবু বরের আশায় কবিতা লিখে ট্রোলড ‘পটলকুমার’

Published by: Sandipta Bhanja |    Posted: June 7, 2023 7:38 pm|    Updated: June 7, 2023 7:38 pm

Patalkumar famed Hiya Dey wrote poem her her future husband | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন পর্দা থেকে দূরে। তবে জনপ্রিয়তা এখনও দিব্যি রয়েছে ‘পটলকুমার গানওয়ালা’র। সম্প্রতি ভবিষ্যতের স্বামীকে নিয়ে একটা কবিতা লিখে ভিডিও শেয়ার করেছিলেন। তা ভাইরাল হতেই ট্রোলড হতে হল অভিনেত্রী হিয়া দে’কে।

এখনও স্কুলের গণ্ডীও পেরোননি! এর মাঝেই পাত্র খুঁজছেন ‘পটলকুমার’ হিয়া দে? এর আগেও নেটপাড়ার নীতিপুলিশদের কাছে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। এবারও তার অন্যথা হল না। সম্প্রতি ইংরেজিতে তাঁর লেখা একটা কবিতা আবৃত্তি করে ইনস্টাগ্রামে আলো-আঁধারি ভিডিও পোস্ট করেছিলেন। ক্যাপশনে লেখা- “ভবিষ্যতে যিনি আমার সঙ্গী হবেন, তার উদ্দেশে একটা কবিতা লিখেছি আমি। ভেবেছিলাম কোনওদিন এটা প্রকাশ্যে আনব না। তবে পরে মত বদলাই।”

যে ভিডিও দেখে নেটিজেনদের একাংশ তাঁকে কটু কথা শোনাতে ছাড়েননি। কারও মন্তব্য, ‘স্কুল শেষ না হতেই বিয়ের পরিকল্পনা?’ আবার কারও কটুক্তি, ‘এই বয়সে এরকম ভিডিও দিতে লজ্জা করে না?’

[আরও পড়ুন: ঠাকুমার মতোই ক্রিকেটারকে বিয়ে? গিলের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যে ‘জবাব’ সারার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

প্রায় আট-ন’ বছর আগে টেলিপর্দায় শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হিয়া দে। সেইসময়ে ‘পটলকুমার গানওয়ালা’ বেশ হিট হয়েছিল। তবে সেই ধারাবাহিক শেষ হতেই গ্ল্যামার জগতের থেকে দূরত্ব বাড়ে হিয়ার। তবে অভিনয়জগৎ থেকে দূরে থাকলেও ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা প্রচুর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

[আরও পড়ুন: ‘সৃজিতের ছবিতে সিরাজ হচ্ছি না…’! সাফ জানালেন দেব, বিতর্কে ‘ফোড়ন’ বিরসারও]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে