Advertisement
Advertisement

Breaking News

Vijayan about The Kerala Story

৩২ হাজার মহিলাকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হয়! ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ বিজয়ন

ফেসবুকে 'উদ্দেশ্যপ্রণোদিত' ছবির জন্য সংঘ পরিবারকে একহাত নেন কেরলেন মুখ্যমন্ত্রী।

Pinarayi Vijayan breaks silence on recently released 'The Kerala Story' trailer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 30, 2023 9:07 pm
  • Updated:April 30, 2023 9:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবি নিয়ে বিতর্ক অব্যাহত। এবার ছবির বিরুদ্ধে মুখ খুললেন খোদ পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। ছবির মাধ্যমে সংঘ পরিবার কেরলের ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ কেরলের মুখ্যমন্ত্রীর।

The Kerala Story Trailer out| Sangbad Pratidin

Advertisement

বিতর্ক দানা বেঁধেছে ‘দ্য কেরালা স্টোরি’র গল্পকে কেন্দ্র করেই। অভিযোগ, ছবির ট্রেলারে দেখানো হয়, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্মান্তরিত করে নিয়ে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, ছবিতে কেরলকে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হিসেবে দেখান হয়েছে। এমনকী, টিজারের সংলাপেও আপত্তি উঠেছে। কেরালায় সাধারণ মেয়েদের ধর্মান্তরিত করে ভয়ংকর সন্ত্রাসীতে পরিণত করার মরণখেলা চলছে, এমনটাই এক নারী চরিত্রকে বলতে দেখা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: চাপে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান, ১০০ কোটি টাকার মানহানির মামলা প্রযোজকের]

ফেসবুকে পিনারাই বিজয়নের অভিযোগ, ছবিটিতে ধর্মনিরপেক্ষ কেরলকে কট্টরপন্থীদের আঁতুরঘর হিসেবে দেখানো হচ্ছে। আর উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সংঘ পরিবার এটা করেছে। আর এমনটা কেরল নির্বাচনকে মাথায় রেখেই করা হয়েছে। ‘লাভ জিহাদ’ বলে যে কোনও বিষয় নেই তা আদালত ও স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এমনকী সংসদে মন্ত্রী জি কিষান রেড্ডিও এই তত্ত্বকে খারিজ করে দিয়েছিলেন। তা সত্তেও কেরলকে সারা বিশ্বের সামনে খাটো করে দেখানোর জন্য এমনটা করা হয়েছে।

কেরলকে সাম্প্রদায়িকতার বিষাক্ত বীজ হিসেবে দেখিয়ে তার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করে দিতে চাইছে সংঘ পরিবার। এমনই অভিযোগ পিনারাই বিজয়নের। উল্লেখ্য, এর আগে এই ছবির মুক্তি আটকাতে কেরল সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল কংগ্রেস। কংগ্রেসের কথায়, এই ছবির অনেকটাই মিথ্যে। এরফলে সংখ্যালঘু শ্রেণির মানুষদের ভাবাবেগে আঘাত লাগতে পারে।

[আরও পড়ুন: ‘মেয়েদের শরীর যত ঢাকা, ততই ভাল’, সেটে পোশাকবিধি জারি করা নিয়ে মত সলমনের!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ