Advertisement
Advertisement

রাইমার সিনেমা দেখতে বলছেন মোদি, লোকসভা ভোটের আগে কেন এই টোটকা প্রধানমন্ত্রীর?

লোকসভা ভোটের আগে বিজেপির শীর্ষনেতাদের বিশেষ নির্দেশ নরেন্দ্র মোদির।

PM Modi asks BJP workers to watch Raima Sen's movie, here is why | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:December 29, 2023 8:44 pm
  • Updated:December 29, 2023 9:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা খুব একটা না দেখলেও সিনেবাজারের খবরাখবর রাখেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে বলিপাড়ার তারকাদেরও বেশ সুসম্পর্ক। অক্ষয় কুমার, রাজকুমার হিরানি, অনুপম খের থেকে বরুণ ধাওয়ান, করণ জোহর… তালিকা অনেক লম্বা! আর এবার প্রধানমন্ত্রীর মুখে কিনা বঙ্গকন্যা রাইমা সেনের সিনেমার কথা। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আগে তাঁর ছবি দেখার নিদানও দিলেন।

শীতকালীন অধিবেশন হওয়ার পরই রামমন্দির উদ্বোধনের আগে মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে এক বৈঠক করেন মোদি। যেখানে উপস্থিত ছিলেন সব রাজ্যের সভাপতিরাও। সেই বৈঠকেই সমস্ত নেতাদের নির্বাচনের আগে ‘দ্য ভ্যকসিন ওয়ার’ দেখার নিদান দেন প্রধানমন্ত্রী। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাইমা সেন। ঘটনাচক্রে তিনি প্রাক্তন তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে। ‘দ্য ভ্যকসিন ওয়ার’ সিনেমায় রাইমাকে দেখা গিয়েছিল রোহিণী নামে এক সাংবাদিকের চরিত্রে। ভারত সরকারের ক্যাবিনেট সচিবের ভূমিকায় অভিনয় করেন অনুপম খের। সিনেমায় তাঁর সংলাপের সঙ্গে মোদির কথার ধরণের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন দর্শকরা। এবার লোকসভা নির্বাচনের আগে সেই সিনেমাই দেখার নির্দেশ দিলেন মোদি।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে আচমকাই রাজনাথ সিংয়ের বাড়িতে অনুপম খের, কী নিয়ে কথা হল?]

বুধবার ওই বৈঠকে মোদির সেই নির্দেশ শুনিয়েছেন মঙ্গল পাণ্ডে। উল্লেখ্য, গেরুয়াপন্থী পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার হয়েও বিজেপির নেতা-মন্ত্রীরা প্রচার করেছিলেন। শুধু তাই নয়, বিজেপিশাসিত বেশ কয়েকটি রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করে দলে দলে হল ভরিয়েছিলেন তাঁরা। এবার লোকসভা ভোটের আগে সেই পরিচালকেরই ‘দ্য ভ্যকসিন ওয়ার’ সিনেমা দেখতে বললেন খোদ প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘প্ল্যানচেট করে দশরথকে ডাকা হোক’, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগেই খোঁচা নচিকেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ