সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্র্যামির মঞ্চে ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্ডনের জয়জয়কার। সত্তর বছর বয়সি সঙ্গীতশিল্পী চ্যান্ট অ্যালবাম বিভাগে পুরস্কৃত হন। ‘ত্রিবেণী’ অ্যালবামের জন্য প্রথম গ্র্যামি জেতেন চন্দ্রিকা। এই বিভাগে মনোনয়ন ছিল রিকি কেজের ব্রেক অব ডন, রিউচি সাকামোতোর ‘ওপাস’, রবি শংকর কন্যা অনুষ্কার ‘চ্যাপ্টার টু: হাউ ডার্ক ইট ইজ বিফোর ডন’ এবং রাধিকা ভেকারিয়ার ওয়ারিয়র্স অব লাইট’। গ্র্যামি জয়ী চন্দ্রিকাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী গ্র্যামি জয়ী চন্দ্রিকাকে শুভেচ্ছা জানান। লেখেন, “ত্রিবেণী অ্যালবামের জন্য গ্র্যামি জয়ে চন্দ্রিকা ট্যান্ডনকে অভিনন্দন। আমাদের গর্ব। একজন উদ্যোগপতি হওয়া সত্ত্বেও ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব নিয়েছেন তিনি। তিনি সকলের অনুপ্রেরণা।”
Congratulations to @chandrikatandon on winning the Grammy for the album Triveni. We take great pride in her accomplishments as an entrepreneur, philanthropist and ofcourse, music! It is commendable how she has remained passionate about Indian culture and has been working to…
— Narendra Modi (@narendramodi) February 3, 2025
মধ্যবিত্ত পরিবারের সন্তান চন্দ্রিকা ট্যান্ডন। চেন্নাইতে জন্ম এবং বেড়ে ওঠা। পেপসিকোর প্রাক্তন সিইও ইন্দ্রা নুয়ির দিদি। মাদ্রাজ খ্রিস্টান কলেজে পড়াশোনা করেন। স্নাতকোত্তর করেন আইআইএম আহমেদাবাদ থেকে। ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিতে নির্বাচিত প্রথম আমেরিকান মহিলা চন্দ্রিকা। একজন উদ্যোগপতিও তিনি। তবে ছোট থেকে গানের প্রতি অত্যন্ত টান তাঁর। ২০০৯ সালে অ্যালবাম প্রকাশ করেন। তার ঠিক দুবছর পর ২০১১ সালে কনটেম্পোরারি ওয়ার্ল্ড মিউজিকে গ্র্যামি মনোনয়ন পান। এবার মুকুটে জুড়ল নয়া পালক। পুরস্কার হাতে নিয়ে সকলকে ধন্যবাদ জানান। বলেন, “সঙ্গীত ভালোবাসা। আলোর কিরণ। হাসি।”
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.