Advertisement
Advertisement
Sana Khan

গর্ভবতী সানা খানকে টানতে টানতে নিয়ে যাচ্ছে মৌলানা স্বামী! ভিডিও দেখে ক্ষিপ্ত নেটিজেনরা

কী এমন ঘটেছিল?

Pregnant Sana Khan reacts to her tired and hurried video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 17, 2023 2:44 pm
  • Updated:April 17, 2023 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইফতার পার্টি থেকে অন্তঃসত্ত্বা সানা খানকে (Sana Khan) হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন স্বামী মৌলানা মুফতি আনাস সায়েদ। এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর নেটিজেনদের একাংশের রোষানল পড়েছে সায়েদের উপর। কীভাবে তিনি গর্ভবতী স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করতে পারেন, সেই প্রশ্ন উঠছে।

Sana

Advertisement

মুম্বইয়ে বাবা সিদ্দিকির ইফতার পার্টি বিখ্যাত। শোনা যায়, এই পার্টিতেই শাহরুখ-সলমনের ঝগড়া মিটেছিল। এমনিতে প্রতিবার মুম্বইয়ের তারকারা বাবা সিদ্দিকির এই নিমন্ত্রণ রক্ষা করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামীকে নিয়ে নেমন্তন্ন রক্ষা করেন সানা। কিন্তু সেখান থেকে যখন বের হচ্ছিলেন বেশ অসহায় অবস্থায় দেখা যায় তাঁকে। সেই অবস্থাতেই সানাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন সায়েদ।

[আরও পড়ুন: কেকেআর-মুম্বইয়ের খেলায় ইশান কিষান আউট হতেই অশ্লীল শব্দ! ভাইরাল সুহানার ভিডিও]

সানার এই ভিডিও দেখে সায়েদের উপর ক্ষিপ্ত হন নেটিজেনদের একাংশ। নিজের গর্ভবতী স্ত্রীকে কীভাবে কেউ এভাবে টেনে নিয়ে যেতে পারে? সেই প্রশ্ন তোলা হয়। অত্যন্ত অমানবিক ব্যবহার করেছেন মৌলানা, এমন মন্তব্যও করা হয়।

কিন্তু পরে সানা জানান, আসলে তাঁর শরীর খারাপ লাগছিল বলেই সায়েদ তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিলেন। প্রাক্তন অভিনেত্রী বক্তব্য, বাবা সিদ্দিকির পার্টি থেকে বেরিয়ে গরমে তিনি কাহিল হয়ে পড়েছিলেন। দরদর করে ঘামছিলেন, দাঁড়িয়ে থাকার মতো সামর্থ্য ছিল না। তাই সায়েদ তাঁকে তাড়াতাড়ি গাড়ির ভিতরে নিয়ে গিয়ে বসাতে চাইছিলেন, যাতে তিনি বসে বিশ্রাম নিতে পারেন।

[আরও পড়ুন: যাদবপুরে ‘মহীন সারাদিন’, ক্যানসার আক্রান্ত বাপিদার জন্য গান রাঘব-পটা-অনিন্দ্যদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement