১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

মেজাজে ‘পাঠান’! শাহরুখের সাদা-কালো ছবি পোস্ট করে চমক চিত্রগ্রাহক ডাব্বু রতনানির

Published by: Suparna Majumder |    Posted: March 26, 2023 6:56 pm|    Updated: March 26, 2023 6:56 pm

Priceless photo of Shah Rukh Khan from celebrity photographer Dabboo Ratnani's archives | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেজাজটাই তো আসল। বিশেষ করে বলিউডের ‘পাঠান’ শাহরুখ খানের (Shah Rukh Khan) ক্ষেত্রে। একবার যদি ক্যামেরার সামনে এসে দাঁড়ান, চোখ ফেরানো দায়। সাতান্ন বছর বয়সেও এর অন্যথা হয় না। তা আবারও প্রমাণ করলেন তারকা চিত্রগ্রাহক ডাব্বু রতনানি। কিং খানের অদেখা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dabboo Ratnani (@dabbooratnani)

ছবিটি নতুন না পুরনো তা জানা সম্ভব হয়নি। তবে সাদা-কালোর আবহে শাহরুখের গ্ল্যামার যেন আরও বেড়ে গিয়েছে। ছবির ক্যাপশনে কোনও কথা লেখেননি ডাব্বু। শুধু বাদশার জন্য একটি মুকুটের ইমোজি ও ভালবাসার চিহ্ন ব্যবহার করেছেন।

[আরও পড়ুন: ‘বলেছিলাম নিজেকে শেষ করে দিও না’, সুশান্তের কথা বলতে গিয়ে কাঁদলেন স্মৃতি ইরানি]

কামব্যাক কাকে বলে, তা ‘পাঠান’ ছবিতেই দেখিয়ে দিয়েছেন শাহরুখ। বড়পর্দায় কিং খানকে দেখেই সমস্ত বিতর্ক ভুলেছেন দর্শকরা। সারা বিশ্বের ব্যবসার নিরিখে মুক্তির ২৮তম দিনেই হাজার কোটির মাইলস্টোন ছুঁয়েছে ‘পাঠান’। কিছুদিন আগে আবার ‘জওয়ান’ ছবির শুটিং শেষ করেছেন শাহরুখ। এখন তাঁর হাতে রয়েছে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’।

Dunki

এদিকে পেঙ্গুইন ইন্ডিয়ার কফি টেবিল বুকে দেখা যাবে শাহরুখের পারিবারিক ছবি। তার জন্যও হয়েছিল ফটোশুট। সেই ছবি রবিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরী খান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gauri Khan (@gaurikhan)

[আরও পড়ুন: এল ক্লাসিকোর মাঠে প্রথমবার অরিজিৎ সিংয়ের গান, ইতিহাস গড়ে কী প্রতিক্রিয়া গায়কের?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে